ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ
ভ্যাট নিবন্ধনে ছয় মাসে ২৬ শতাংশ প্রবৃদ্ধির দাবি এনবিআরের
১২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:৩০ পিএম
![ভ্যাট নিবন্ধনে ছয় মাসে ২৬ শতাংশ প্রবৃদ্ধির দাবি এনবিআরের](https://i.vatbondhu.com/images/original-webp/2025/02/12/20250212151729_original_webp.webp)
ছবি: সংগ্রহ
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভ্যাটের নতুন নিবন্ধন প্রদানে গত ছয় মাসে ২৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। যদিও আগস্টে এ হার নেতিবাচক ছিল ২৫ শতাংশ। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ অনুযায়ী ভ্যাটের আওতা বাড়ানো এবং নতুন নতুন ভ্যাটদাতাকে ভ্যাট নেটে অন্তর্ভুক্ত করতে এনবিআর নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।
এনবিআরের দাবি, ২০২৩ সালের আগস্টে নিবন্ধন সংখ্যা ছিল ৫ হাজার ৬৪৪। ২০২৪ সালের আগস্টে নিবন্ধন সংখ্যা কমে ৪ হাজার ২২৮ হয়। অর্থাৎ একই সময়ের তুলনায় নতুন নিবন্ধন সংখ্যা ২৫ শতাংশ কমে যায়। পরবর্তী সময়ে এনবিআরের নতুন প্রশাসন মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নতুন ভ্যাটদাতা শনাক্তকরণের লক্ষ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়। ফলে পরবর্তী ছয় মাসে অর্থাৎ আগস্ট ২০২৪ থেকে জানুয়ারি ২০২৫ সময়ে নতুন নিবন্ধনের হার ২৬ শতাংশ বৃদ্ধি পায়।
নতুন ভ্যাট নিবন্ধন বৃদ্ধির লক্ষ্যে এনবিআর এরই মধ্যে ভ্যাটযোগ্য বার্ষিক টার্নওভার সীমা ৩ কোটি থেকে কমিয়ে ৫০ লাখ টাকা নির্ধারণ করেছে। ৩০ লাখ টাকা পর্যন্ত ভ্যাটমুক্ত ও ৫০ লাখ টাকা পর্যন্ত টার্নওভারের আওতায় রাখা হয়েছে।
এ বিষয়ে এনবিআরের সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী বলেন, ‘মাঠ পর্যায়ের কমিশনারদের নতুন নিবন্ধন প্রদান ও আইনানুগ রাজস্ব আদায়ের ক্ষেত্রে করদাতাদের সঙ্গে সেবামূলক মনোবৃত্তি বজায় রাখার নির্দেশনা দেয়া হয়েছে। কর্মকর্তাদের নতুন ভ্যাটদাতা বাড়ানোর জন্য মেধাজাত কর্মকাণ্ডের মাধ্যমে আউট অব দ্য বক্সে কাজ করার জন্য বলা হয়েছে। কর্মকর্তাদের কর্মপ্রবণতা, দক্ষতা ও সৃজনশীল কাজের মাধ্যমে নিবন্ধন সংখ্যা প্রবৃদ্ধিতে সফল কর্মকর্তাকে ‘বিশেষ স্বীকৃতি’ প্রদান করা হবে। বর্তমান ধারা অব্যাহত থাকলে পরবর্তী ছয় মাসে নতুন নিবন্ধন সংখ্যা ৫০ শতাংশে উন্নীত করার প্রত্যাশা এনবিআরের।’
![ভ্যাট নিবন্ধনে ছয় মাসে ২৬ শতাংশ প্রবৃদ্ধির দাবি এনবিআরের](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)