ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৬:২৭:৪১ পিএম

মাছ-মাংসের দাম ঊর্ধ্বমুখী সবজির বাজারে স্বস্তি

১৭ জানুয়ারি, ২০২৫ | ২:৪০ পিএম

মাছ-মাংসের দাম ঊর্ধ্বমুখী সবজির বাজারে স্বস্তি

ছবি: সংগ্রহ

শীতে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের ধুম পড়ে। এতে বাড়ে মাংসের চাহিদাও। তাই শীতে ঊর্ধ্বমুখী মাংসের দাম। অন্য সময় কারওয়ান বাজারে এক কেজি খাসির মাংস ৯০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হলেও ডিসেম্বরে তা পৌঁছায় ১ হাজার ২০০ টাকায়। একইভাবে আগে প্রতি কেজি গরুর মাংস ৭২০ টাকা দরে বিক্রি হতো, এখন যা ৭৫০ টাকার নিচে কেনা যাচ্ছে না। মুরগির মাংসও বেশ চড়া দামেই বিক্রি হচ্ছে। সেই সঙ্গে মাছের দাম বেড়েছে।


মাংসের দাম বাড়লেও সপ্তাহের ব্যবধানে বাজারে বেশির ভাগ শীতের সবজির দাম ৫-১০ টাকা কমেছে। আলু ও পেঁয়াজের দামও কমেছে। ডিমের দাম কমে প্রতি হালি ৪৩ টাকায় বিক্রি হয়েছে।


গতকাল রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে ৩০ টাকায় বিক্রি হওয়া আলু গতকাল বিক্রি হয়েছে ২৫ টাকায়। তবে মিষ্টি আলু বিক্রি হয়েছে ৬০-৮০ টাকা দরে। গতকাল প্রতি কেজি দেশী পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৬০ টাকা। গত সপ্তাহের তুলনায় প্রায় ১০ টাকা কমেছে এমন সবজিগুলোর মধ্যে শিম ৩০ টাকা, কাঁচামরিচ ৩০, করলা ৫০, পেঁপে ৪০, গাজর ৪০, বেগুন ৪০, মিষ্টি কুমড়া ৪০, চায়না রসুন ২৪০, দেশী রসুন ২৬০ ও দেশী আদা ১২০ টাকা দরে বিক্রি হয়েছে।

 

মাছের দামও বেড়েছে। গতকাল প্রতি কেজি চাষের তেলাপিয়া ২০০ টাকা, প্রতি কেজি চাষের পাঙাশ ২২০, নদীর পাঙাশ ৩৫০, মাঝারি সাইজের রুই ২৮০, বড় সাইজের রুই ৫০০, নদীর বড় রুই ৮০০, মাঝারি সাইজের কাতল ৩০০, বড় সাইজের কাতল ৭০০, পাবদা ৪০০, ছোট বোয়াল ৫৫০, বড় বোয়াল ১ হাজার ২০০, মাঝারি ইলিশ ১ হাজার ৯০০, বড় ইলিশ ২ হাজার ২০০, মাঝারি চিংড়ি ৮০০, বড় চিংড়ি ১ হাজার ৬০০, বাইলা ৫৫০, কোরাল মাছ ৭০০, রূপচাঁদা ১ হাজার ৫০, চিতল ৫৫০, বড় শোল ৭৫০, মাগুর ৭০০, বাটা ৫৫০ ও দেশী টেংরা ৭০০ টাকায় বিক্রি হয়েছে।

মাছ-মাংসের দাম ঊর্ধ্বমুখী সবজির বাজারে স্বস্তি