ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৩:১৮:৩৬ এএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

৮ জানুয়ারি, ২০২৫ | ২:১১ পিএম

অনলাইন সংস্করণ

মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্পের পরামর্শক ব্যয় বাড়লো

৮ জানুয়ারি, ২০২৫ | ২:১১ পিএম

মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্পের পরামর্শক ব্যয় বাড়লো

ছবি: সংগ্রহ

বাংলাদেশ সরকার মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্পের (সওজ অংশ) ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন কাজের জন্য নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠানের চুক্তির মেয়াদ ও ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পরামর্শক প্রতিষ্ঠানের চুক্তির মেয়াদ ১৮ মাস বাড়ানো হয়েছে এবং এর ফলে মোট ব্যয় বেড়ে দাঁড়াবে ৯ কোটি ৯১ লাখ ৩৭৮ টাকা।

 

 

গতকাল সোমবার (৭ জানুয়ারি) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে, নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে 'মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্পের (সওজ অংশ)' ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন কাজের জন্য পরামর্শক প্রতিষ্ঠানের চুক্তি ভেরিয়েশন অনুমোদিত হয়।

 

 

এই প্রকল্পের জন্য পরামর্শক প্রতিষ্ঠান ক্রিস্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (CCDB) এর সঙ্গে প্রথমে ৭ কোটি ৩৮ লাখ ৫৩ হাজার টাকায় চুক্তি করা হয়েছিল। এর মেয়াদ ছিল ২০২১ সালের ১৫ আগস্ট থেকে ২০২৩ সালের ১৪ আগস্ট পর্যন্ত ২৪ মাস। তবে, ভূমি অধিগ্রহণ কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব হয়নি, যার ফলে প্রতিষ্ঠানটির কাজের মেয়াদ ১৮ মাস বাড়ানো হয়।

 

 

নতুন মেয়াদ অনুযায়ী, পরামর্শক প্রতিষ্ঠানটির কাজের মেয়াদ হবে ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত, এবং অতিরিক্ত ব্যয় হিসেবে ২ কোটি ৫২ লাখ ৪৬ হাজার ৯৫৪ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই পরিবর্তনের ফলে মোট ব্যয় দাঁড়াবে ৯ কোটি ৯১ লাখ ৩৭৮ টাকা।

 


এছাড়া, বৈঠকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় এক হাজার ২০০ শয্যার ১০ তলা বিশিষ্ট নতুন ছাত্রাবাস নির্মাণের ক্রয় প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে চুক্তির জন্য ৪টি দরপত্র জমা পড়েছিল, যার মধ্যে ২টি দরপত্র টেকনিক্যালি রেসপনসিভ হিসেবে নির্বাচিত হয়। পরবর্তীতে দরপত্র মূল্যায়ন প্রক্রিয়া শেষে, সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান বিটিসি এবং এপিএল যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করবে। এই প্রকল্পটির জন্য মোট ব্যয় হবে ১১৩ কোটি ১৮ লাখ ৮৪ হাজার ৭ টাকা।

 

 

সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে উত্থাপিত এই দুটি প্রকল্পের অনুমোদন দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখবে এবং সরকারের উন্নয়ন লক্ষ্যে দ্রুত বাস্তবায়নকে সহায়তা করবে।

মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্পের পরামর্শক ব্যয় বাড়লো