ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১:৩১:৫৬ পিএম

মানবিক সহায়তা কমে যাওয়ায় রোহিঙ্গা সংকট আরও বোঝা হয়ে দাঁড়াবে: পররাষ্ট্র উপদেষ্টা

৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:৪৪ পিএম

মানবিক সহায়তা কমে যাওয়ায় রোহিঙ্গা সংকট আরও বোঝা হয়ে দাঁড়াবে:  পররাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগ্রহ

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা সংকটের সমাধানে আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় বাংলাদেশের উপর আরও চাপ পড়বে। গতকাল  সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ‘দ্যা রোহিঙ্গা ইন বাংলাদেশ: ইন সার্চ অব এ সাসটেইনেবল ফিউচার’- শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে তিনি এ কথা বলেন।

 

 

তৌহিদ হোসেন বলেন, “বিশ্বের অনেক দেশ রোহিঙ্গাদের মানবিক সহায়তা কমিয়ে দিয়েছে, যা বাংলাদেশের জন্য আরও একটি বড় সমস্যা হয়ে দাঁড়াবে। যুক্তরাষ্ট্রের নতুন অবস্থান পরিস্থিতি আরও কঠিন করে তুলতে পারে, তবে আশা করি তারা রোহিঙ্গাদের জন্য অর্থ সহায়তা বন্ধ করবে না।”

 

 

তিনি আরো বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের জন্য সহায়তা কমিয়ে ফেলেছে, যা সংকটকে আরও গভীর করেছে। রোহিঙ্গা সংকটের প্রথম চ্যালেঞ্জ হচ্ছে তাদের চাহিদা সরবরাহ অব্যাহত রাখা, কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তাদের প্রত্যাবাসন।

 

 

এ বিষয়ে তিনি প্রত্যাবাসনের একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ তৈরির উপর গুরুত্ব দেন। তিনি বলেন, “প্রথমে পাইলট প্রকল্পের আওতায় রোহিঙ্গাদের মিয়ানমারে পাঠানো হতে পারে, যাতে আন্তর্জাতিক সম্প্রদায় দেখতে পায় যে সংকট সমাধানের পথে এগোচ্ছি। তবে প্রত্যাবাসন প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে হবে।”

 

 

বাংলাদেশ রোহিঙ্গাদের একীভূত করবে না বলে স্পষ্ট জানিয়ে উপদেষ্টা বলেন, “রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের নয়, এটি পুরো বিশ্বের সমস্যা। এটি যদি এখন বাংলাদেশের সীমানার মধ্যে রয়েছে, তবে ভবিষ্যতে এটি আন্তর্জাতিক সংকট হয়ে উঠতে পারে।”

 

 

এছাড়া, তিনি চীনকে রোহিঙ্গা সংকট সমাধানে আরও সক্রিয় ভূমিকা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “চীন শুরু থেকেই সংকট সমাধানে প্রতিশ্রুতি দিয়েছে, তবে তারা বাস্তবিক পদক্ষেপ গ্রহণে খুব বেশি সক্রিয় হয়নি। মিয়ানমারে চীনের গভীর স্বার্থ রয়েছে, কিন্তু চীন যদি মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার সমাধানে সাহায্য না করে, তবে এর প্রভাব বাংলাদেশেও পড়বে।”

 

 

তৌহিদ হোসেন বলেন, “রোহিঙ্গাদের প্রত্যাবাসন তাদের নিজ ভূখণ্ডে অধিকার এবং নিরাপত্তাসহ হতে হবে। অন্যত্র তাদের পুনর্বাসন করলে সংকটের সমাধান হবে না। আর রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদী সমাধান নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা অপরিহার্য।”

 

 

বর্তমানে মিয়ানমারে চলমান গৃহযুদ্ধের প্রেক্ষাপটে তৌহিদ হোসেন মনে করেন যে, সংকট সমাধানের নতুন সুযোগ তৈরি হতে পারে, তবে এটি নিশ্চিত নয়। তিনি বলেন, “মিয়ানমারের গৃহযুদ্ধের শেষ হওয়ার পর দেশটি আগের অবস্থায় ফিরে যেতে পারবে না, পরিবর্তন আসবে।”

 

 

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে আরও সমন্বয় এবং পদক্ষেপ গ্রহণের জন্য তৌহিদ হোসেন গুরুত্ব আরোপ করেন।

মানবিক সহায়তা কমে যাওয়ায় রোহিঙ্গা সংকট আরও বোঝা হয়ে দাঁড়াবে:  পররাষ্ট্র উপদেষ্টা