ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৩:২৬:২৩ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৩:৪০ পিএম

অনলাইন সংস্করণ

মার্চের মধ্যে সব প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনতে চায় এনবিআর

৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৩:৪০ পিএম

মার্চের মধ্যে সব প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনতে চায় এনবিআর

ছবি: সংগ্রহ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সিদ্ধান্ত নিয়েছে, আগামী মার্চের মধ্যে দেশের সব প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনা হবে। এই নির্দেশনা বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এনবিআরের মূসক বাস্তবায়ন ও আইটি শাখা থেকে দেওয়া হয়।

 

 

এনবিআরের নির্দেশনায় বলা হয়েছে, দেশের সব সুপারশপ, শপিংমল এবং সিটি ও জেলা শহরের সব উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধন গ্রহণ করতে হবে। পণ্য ও সেবাসমূহের ক্ষেত্রে বার্ষিক টার্নওভার নির্বিশেষে নিবন্ধন বাধ্যতামূলক হবে। মাঠ পর্যায়ে সার্কেল, বিভাগ ও কমিশনার অধিক্ষেত্রে ব্যবসায়রত সব অনিবন্ধিত প্রতিষ্ঠানকে নিবন্ধন ভুক্ত করতে হবে।

 

 

এনবিআরের আদেশ অনুযায়ী, প্রতিমাসে ৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। ভ্যাট নিবন্ধনের লক্ষ্যে ফেব্রুয়ারিকে নিবন্ধনের মাস এবং মার্চকে এনবিআরের নিবন্ধনের মাস হিসেবে ঘোষণা করা হয়েছে।

 

 

এছাড়া, নির্ধারিত সময়ের মধ্যে যদি কোনো প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধন না নেয়, তবে সংশ্লিষ্ট বিভাগীয় ও সার্কেল কর্মকর্তা দায়ী থাকবেন বলে এনবিআর তাদের নির্দেশনায় উল্লেখ করেছে।

 

মার্চের মধ্যে সব প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনতে চায় এনবিআর