ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ১০:৫৩:৫৫ এএম

মালয়েশিয়ায় পাম অয়েলের মজুদ ১.৮৫% বেড়েছে

১১ মে, ২০২৪ | ৯:৩৯ এএম

মালয়েশিয়ায় পাম অয়েলের মজুদ ১.৮৫% বেড়েছে

মালয়েশিয়ায় গত এপ্রিলে পাম অয়েলের মজুদ আগের মাসের তুলনায় ১ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে। মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ লাখ ৪০ হাজার টনে। গত ছয় মাসের মধ্যে প্রথমবারের মতো মজুদ বাড়ল। মালয়েশিয়ান পাম অয়েল বোর্ডের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

 

 

বোর্ড জানায়, এপ্রিলে দেশটিতে অপরিশোধিত পাম অয়েল উৎপাদন আগের মাসের তুলনায় ৭ দশমিক ৮৬ শতাংশ বেড়ে ১৫ লাখ টনে উন্নীত হয়েছে। তবে পাম অয়েল রফতানি ৬ দশমিক ৯৭ শতাংশ কমে ১২ লাখ ৩০ হাজার টনে নেমেছে।

 


মালয়েশিয়ায় চলতি বছর পাম অয়েল উৎপাদন বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বছর শেষে উৎপাদনের পরিমাণ ১ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টনে উন্নীত হতে পারে বলে মনে করছে দেশটির পাম অয়েল বোর্ড।

 

২০২৩ সালে ১ কোটি ৫১ লাখ টন পাম অয়েল রফতানি করেছিল মালয়েশিয়া। এ বছর তা কিছুটা বেড়ে ১ কোটি ৫৬ লাখ টনে পৌঁছতে পারে বলে জানিয়েছে বোর্ড। প্রতি টনের মূল্য ৩ হাজার ৯০০ থেকে ৪ হাজার ২০০ রিঙ্গিতের মধ্যে ওঠানামা করতে পারে।

মালয়েশিয়ায় পাম অয়েলের মজুদ ১.৮৫% বেড়েছে