ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৩১ ডিসেম্বর, ২০২৪ | ১০:৩০ এএম
অনলাইন সংস্করণ
মিয়ানমার সরকার ও আরাকান আর্মির সাথে যোগাযোগ রয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
৩১ ডিসেম্বর, ২০২৪ | ১০:৩০ এএম
![মিয়ানমার সরকার ও আরাকান আর্মির সাথে যোগাযোগ রয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/31/20241231093610_original_webp.webp)
ছবি: সংগ্রহ
মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে দেশটির সরকারি বাহিনী ও আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আরও পড়ুন
কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা ও বিজিবির ব্যাটালিয়ন কার্যালয় পরিদর্শনের পর বিকেলে দমদমিয়া জেটিঘাটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “মিয়ানমারের অভ্যন্তরে উদ্ভূত পরিস্থিতিতে সীমান্তে বিজিবির জনবল বৃদ্ধি করা হয়েছে এবং গোয়েন্দা সংস্থার কার্যক্রমও জোরদার করা হয়েছে।”
উল্লেখ্য, মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতের ফলে সীমান্ত এলাকায় অস্থিতিশীলতা দেখা দিয়েছে, যা বাংলাদেশে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, মিয়ানমারের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে অসাধু দালালের মাধ্যমে কিছু রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।
তিনি বলেন, “ইতোমধ্যে ৫০ থেকে ৬০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। তাদের মধ্যে অনেকেই আহত অবস্থায় এসেছে। এই পরিস্থিতিতে তাদের ফেরত পাঠানো অমানবিক।”
তবে এখনো অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নিবন্ধন সম্পন্ন হয়নি বলে জানান তিনি। আহত ও বিপদগ্রস্ত রোহিঙ্গাদের সহায়তা প্রদানের বিষয়টিতে গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ সবসময় মানবিক আচরণ বজায় রেখে কাজ করছে। তবে সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি ও গোয়েন্দা সংস্থাগুলোকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা করতে প্রশাসন সজাগ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
মিয়ানমারের চলমান সংকটের ফলে সৃষ্ট মানবিক এবং নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের তৎপরতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
![মিয়ানমার সরকার ও আরাকান আর্মির সাথে যোগাযোগ রয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)