ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৮:১৩:০২ পিএম

মুরগির বাজার গরম, চালের দাম বেড়েছে কেজিতে ৩-৫ টাকা

২১ ডিসেম্বর, ২০২৪ | ৯:৪০ এএম

মুরগির বাজার গরম, চালের দাম বেড়েছে কেজিতে ৩-৫ টাকা

ছবি: সংগ্রহ

এই শীতেও দেশের মুরগির বাজার বেশ গরম। মাত্র দুই দিনের ব্যবধানে সব ধরণের মুরগির দাম কেজিতে দাম বেড়েছে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন, শীতের মৌসুমে বিয়ে-শাদি এবং পিকনিকের ধুম পড়ে যাওয়ায় মুরগির চাহিদা বেড়েছে-এ জন্য দামও বেড়েছে। অরপদিকে শীতের কারণে বাজারে মুরগির সরবরাহও কমেছে, তারও প্রভাব পড়ছে মুরগির বাজারে। শুক্রবার(২০ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এসব তথ্য জানা যায়।

 

এদিকে আবার নতুন করে বাজারে চালের দাম বেড়েছে কেজিতে ৩ থেকে ৫ টাকা পর্যন্ত। পাশাপাশি এখনো বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি। ফলে শুক্রবার ছুটির দিন সকালে বাজারে গিয়ে অস্বস্তিতে পড়েন ক্রেতারা। তারা বলছেন, সপ্তাহজুড়ে এমন অবস্থা বাজারের, এক পণ্যের দাম কমলেও আরেক পণ্যের বাড়ে।

 

মুরগির বাজার ঘুরে দেখা গেছে, বেশ কয়েক সপ্তাহ স্থিতিশীল থাকার পর হুট করে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ২০ টাকা বেড়েছে। বাজারে প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকা পর্যন্ত, যা ১৮০ থেকে ১৯০ টাকা ছিল।

 

খুচরা বিক্রেতারা জানিয়েছেন, গত বুধবার রাত থেকে ঢাকার সবচেয়ে বড় পাইকারি বাজার কাপ্তানবাজারে মুরগির সরবরাহ কমেছে। যে কারণে দাম বাড়ছে। এছাড়া সোনালি মুরগি ৩০ টাকা বেড়ে ২৯০ টাকার বদলে বিক্রি হচ্ছে ৩২০ টাকায় এবং কক মুরগিতে প্রতি কেজি ৪০ টাকা বেড়ে ৩১০ টাকার বদলে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

 

রাজধানীর কারওয়ান বাজারে মুরগি কিনতে আসা এক ক্রেতা বলেন, মেসে আমরা অনেকটাই মুরগির মাংসের ওপর নির্ভরশীল। কিছুদিন আগেও দামটা কম ছিল, আমরাও একটু স্বস্তিতে ছিলাম। এখন দেখছি আবার দাম হুট করে বেড়ে গেছে।

 

চালের দাম বেড়েছে কেজিতে ৩-৫ টাকা

 

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজারে হুট করেই চালের দাম কেজিতে ৩ থেকে ৫ টাকা বেড়ে গেছে। দেশে এখন আমনের ভরা মৌসুম। বাজারে নতুন ধানের চাল সরবরাহ হচ্ছে। কিন্তু এর মধ্যেই পাইকারিতে চালের দাম বেড়েছে।

 

চল ব্যবসায়ী আবুল হোসেন বলেন, গত এক সপ্তাহে বস্তাপ্রতি চালের দাম ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বেড়েছে। তাতে খুচরা পর্যায়ে চালের দাম কেজিতে থেকে ৩ টাকা থেকে ৫ টাকা পর্যন্ত বেড়েছে।

 

এরমধ্যে মোটা চালের দাম ২ টাকা বেড়ে ৬০ থেকে ৬৪ টাকায় উঠেছে। স্বর্ণা ও পায়জাম জাতের চাল এ আমন মৌসুমে উঠলেও এসব চালের দাম বেড়েছে। খুচরা ও পাইকারি বিক্রেতারা বলছেন, দেশের বিভিন্ন স্থানে মিল পর্যায়ে চালের দাম বাড়তি। এর প্রভাবেই খুচরা ও পাইকারিতে দাম বেড়েছে।

 

অন্যদিকে, চালকল মালিকদের দাবি, ধানের দাম বাড়ায় তারা চালের দাম বাড়িয়েছেন। দেশের বিভিন্ন এলাকায় ধান প্রতি মণ দেড় হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। ধানের দাম বাড়ায় চালের দাম বেড়ে গেছে। বাজার ঘুরে মিনিকেট চাল ৭৫-৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এছাড়া প্রতিকেজি নাজিরশ্যাইল জাতের চালের দাম উঠেছে ৮০-৮৫ টাকা পর্যন্ত।

মুরগির বাজার গরম, চালের দাম বেড়েছে কেজিতে ৩-৫ টাকা