ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১২:৫৯:২২ পিএম

মে মাস থেকে শুক্রবার সকালেও চলতে পারে মেট্রোরেল

৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ২:৩ পিএম

মে মাস থেকে শুক্রবার সকালেও চলতে পারে মেট্রোরেল

ছবি: সংগ্রহ

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আগামী মে মাস থেকে মেট্রোরেল চালানোর সময়সূচিতে পরিবর্তন আনতে যাচ্ছে। বর্তমানে, মেট্রোরেল শুক্রবার বিকেল ৩টা থেকে চলাচল করে, কিন্তু মে মাস থেকে এটি সকাল থেকেই চালু হবে। অর্থাৎ, শুক্রবার পুরো দিন মেট্রোরেল চলাচল করবে, যা নগরবাসীর যাতায়াতে আরো সুবিধা প্রদান করবে।

 

 

মঙ্গলবার, উত্তরায় মেট্রোরেলের ডিপোতে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুর রউফ। তিনি বলেন, "আমরা মে মাসের মধ্যে মেট্রোরেলের ফ্রিকোয়েন্সি সহনীয় মাত্রায় আনার জন্য কাজ করছি এবং আশা করছি এ সময়ের মধ্যে পুরো সিস্টেম গুছিয়ে ফেলতে পারবো।"

 

 

এছাড়া, মেট্রোরেলের পিলারে গ্রাফিতি গ্রহণযোগ্য বলে মন্তব্য করেন আবদুর রউফ। তিনি বলেন, "গ্রাফিতি আমাদের উদ্বুদ্ধ করছে, তবে বর্তমানে অনেক পোস্টার লাগানো হচ্ছে, যা শহরের সৌন্দর্য নষ্ট করছে। ঢাকার দৃষ্টিনন্দন পরিবেশ বজায় রাখতে সিটি কর্পোরেশন ও পুলিশকে চিঠি দেয়া হয়েছে এবং শীঘ্রই কার্যকর ব্যবস্থা নেয়া হবে।"

 

 

মেট্রোরেলের রাত ১০টা পর্যন্ত চালানোর ব্যাপারে প্রচণ্ড চাপ রয়েছে জানিয়ে তিনি বলেন, "এ ব্যাপারে আমরা পরিকল্পনা নিয়ে কাজ করছি এবং এ বিষয়েও শীঘ্রই সিদ্ধান্ত নেয়া হবে।"

 

 

মেট্রোরেল চালুর সময়সূচির এই পরিবর্তন ঢাকা শহরের জনগণের যাতায়াত ব্যবস্থায় আরও সুবিধা আনবে এবং শহরের পরিবহন ব্যবস্থা আরও উন্নত করবে বলে আশা করা হচ্ছে।

মে মাস থেকে শুক্রবার সকালেও চলতে পারে মেট্রোরেল