ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৯ ডিসেম্বর, ২০২৪ | ১০:৪৯ এএম
অনলাইন সংস্করণ
মেট্রো রেলের ঢাবি স্টেশন বন্ধ থাকবে ৪ দিন
৯ ডিসেম্বর, ২০২৪ | ১০:৪৯ এএম
![মেট্রো রেলের ঢাবি স্টেশন বন্ধ থাকবে ৪ দিন](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/09/20241209103958_original_webp.webp)
ছবি: সংগ্রহ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে অবস্থিত মেট্রোরেল স্টেশন চার দিন বন্ধ থাকবে। আজ রবিবার নিজ কার্যালয়ে কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ।
তিনি জানান, বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত নিয়ন্ত্রণ ও ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামী ১৬, ২৫ ও ৩১ ডিসেম্বর এবং জানুয়ারির ১ তারিখ টিএসসিতে অবস্থিত মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর বলেন, ‘দেশের ল অ্যান্ড অর্ডার নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার এক সভায় আমার থাকার সুযোগ হয়েছে। সেখানে আমি প্রস্তাব করেছি, যেন এই চার বিশেষ দিনে মেট্রোরেলের টিএসসি স্টেশন বন্ধ থাকে। এ সময় যোগাযোগসচিব মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালকে তাৎক্ষণিকভাবে এই চার দিন স্টেশনটি বন্ধ রাখতে বলেছেন।’
তিনি আরও বলেন, ‘এ সংক্রান্ত একটা আনুষ্ঠানিক চিঠি ইতোমধ্যে পাঠিয়েছি। আমরা সড়কপথের ৬টি পয়েন্ট চাইলেই বন্ধ করতে পারি। কিন্তু ঠিকই মেট্রো স্টেশন দিয়ে লোকজন চলে আসবে। তাই আমরা এমন সুপারিশ করলে সেটা গৃহীত হয়।’
![মেট্রো রেলের ঢাবি স্টেশন বন্ধ থাকবে ৪ দিন](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)