ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ১২:২৩:২৬ পিএম

মোকামে উঠতে শুরু করেছে নতুন ধান, প্রভাব নেই চালের বাজারে

২১ নভেম্বর, ২০২৪ | ৯:০ পিএম

মোকামে উঠতে শুরু করেছে নতুন ধান, প্রভাব নেই চালের বাজারে

ছবি: সংগ্রহ

দেশের বিভিন্ন অঞ্চলে নতুন আমন ধান উঠতে শুরু করলেও চালের বাজারে তেমন কোনো পরিবর্তন আসেনি। কুষ্টিয়া, দিনাজপুর, নওগাঁসহ বেশ কয়েকটি জেলার বাজারে চালের দাম এখনো ঊর্ধ্বমুখী রয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, নতুন ধান চাল হয়ে বাজারে আসতে অন্তত এক সপ্তাহ বা তার বেশি সময় লাগবে, তার পর চালের দাম কমতে পারে।

 

কুষ্টিয়ার খাজানগরে খোঁজ নিয়ে জানা গেছে, গত এক সপ্তাহে কৃষক পর্যায়ে ধানের দাম মণপ্রতি ৫০-৮০ টাকা কমলেও চালের দাম এখনো কমেনি। উল্টো কিছু স্থানে দাম বাড়ার অভিযোগ পাওয়া গেছে। এই পরিস্থিতির পেছনে রয়েছে পুরনো সিন্ডিকেট, বিশেষ করে মিল মালিকদের শক্তিশালী সিন্ডিকেট, যা চালের বাজার নিয়ন্ত্রণ করছে।

 

এদিকে, কুষ্টিয়ার খাজানগর অঞ্চল থেকে রাজধানী ঢাকায় মিনিকেট চালের বড় অংশ আসে। ১১ মিল মালিকের সিন্ডিকেটের অধীনে এখানকার অটো রাইস মিলগুলো চালের বাজার নিয়ন্ত্রণ করে আসছে। এসব মিলের মালিকরা চালের দাম নিয়ন্ত্রণ করার জন্য ব্যাপক প্রভাব বিস্তার করেছেন।

 

কুষ্টিয়ার কৃষি বিপণন কর্মকর্তা সুজাত হোসেন খান জানান, "খাজানগরের কয়েকটি মিলে বিপুল পরিমাণ ধান-চাল মজুদ রয়েছে। সিন্ডিকেট ভাঙতে বড় ধরনের অভিযান চালাতে হবে।" কুষ্টিয়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, "চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে, তবে নতুন ধান বাজারে এলে দাম কমবে।"

 

দিনাজপুরেও আমন ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। বাজারে ধান সরবরাহ বাড়লেও চালের দাম কমেনি। দিনাজপুরের খুচরা বাজারে স্বর্ণা চালের দাম ৫০ কেজির বস্তায় ২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ২ হাজার ৭৫০ টাকা হয়েছে। ব্রি২৮ ও মিনিকেট চালের দামও বেড়েছে।

 

দিনাজপুর চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন চৌধুরী বলেন, "ধানের দামের ওপর চালের দাম নির্ভর করে, কিন্তু এ বছর ধানের দাম বেশি হওয়ায় চালের দামও বেড়েছে।"

 

নওগাঁতে এবছর আমন ধান মাড়াই শুরু হলেও চালের দাম তেমন কমেনি। স্থানীয় কৃষকরা জানিয়েছেন, ধানের দাম এক সপ্তাহে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার জানান, "এ বছর বন্যার কারণে আমন ধানের ফলন কম হয়েছে, যার ফলে ধানের দাম বেড়েছে, তবে এটি অস্বাভাবিক নয়।"

 

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন ধান বাজারে এলে চালের দাম কমবে। তবে, মিল মালিকদের সিন্ডিকেট ভাঙার জন্য বড় ধরনের পদক্ষেপ গ্রহণের দাবি উঠেছে।

মোকামে উঠতে শুরু করেছে নতুন ধান, প্রভাব নেই চালের বাজারে