ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১:১২:৪০ পিএম

মোদীর সফরের মুখেই ট্রাম্পের শুল্ক-ঘোষণা

৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ৪:৭ পিএম

মোদীর সফরের মুখেই ট্রাম্পের শুল্ক-ঘোষণা

ছবি: সংগ্রহ

ট্রাম্প ঘোষণা করেছেন, সামনের সপ্তাহে পাল্টা শুল্ক সম্পর্কে তাঁর পরিকল্পনা প্রকাশ্যে আনবেন। সোম বা মঙ্গলবার এ নিয়ে সাংবাদিক বৈঠক করবেন তিনি।

 

অনুপ্রবেশ কিংবা সস্তায় ওষুধ কেনা, তাঁর দাবি, তাঁর দেশকেই নানা ভাবে লুটছে বিদেশি শক্তিগুলি। তাই বিদেশি পণ্যের উপরে ‘পাল্টা শুল্ক’ বসাতে চান ডোনাল্ড ট্রাম্প। কিছু দিন আগে ঘোষণা করেছিলেন, মেক্সিকো ও কানাডার পণ্যের উপরে ২৫% আমদানি শুল্ক চাপানো হবে। চিনের পণ্যে ১০% আমদানি শুল্ক। তবে কানাডা ও মেক্সিকোর সঙ্গে আলোচনার পরে স্থগিত রাখেন সিদ্ধান্ত। আজ ট্রাম্প ঘোষণা করেছেন, সামনের সপ্তাহে পাল্টা শুল্ক সম্পর্কে তাঁর পরিকল্পনা প্রকাশ্যে আনবেন। সোম বা মঙ্গলবার এ নিয়ে সাংবাদিক বৈঠক করবেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওয়াশিংটন ডিসি সফরের ঠিক আগেই।

 

১২ ও ১৩ ফেব্রুয়ারি, দু’দিনের সফরে আমরিকা যাচ্ছেন মোদী। তার মুখে ট্রাম্পের এই ঘোষণা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন কূটনীতিকরা। ওভাল অফিসে সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেছেন, ‘‘সামনের সপ্তাহে ঘোষণা করব— পাল্টা শুল্ক নিয়ে— যাতে অন্য দেশগুলোর মতো আমাদের সঙ্গেও সকলে সমান আচরণ করে। বেশিও না, কমও না।’’


জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা আমেরিকা সফরে গিয়েছেন। তাঁর সঙ্গে বৈঠকের মাঝে ট্রাম্প বলেন, ‘‘আমাদের এই পদক্ষেপ সকলের উপর প্রভাব ফেলবে।’’ শোনা যাচ্ছে, আমদানি করা অটোমোবাইলের উপর শুল্ক চাপানো হবে। এ নিয়ে অনেক দিনের পরিকল্পনা রয়েছে।

মোদীর সফরের মুখেই ট্রাম্পের শুল্ক-ঘোষণা