ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৬:৫৭:০৪ পিএম

যমুনা রেলসেতুতে আজ পূর্ণগতিতে চলবে ট্রেন

৫ জানুয়ারি, ২০২৫ | ১১:৩৮ এএম

যমুনা রেলসেতুতে আজ পূর্ণগতিতে চলবে ট্রেন

ছবি: সংগ্রহ

বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে সেতু, যমুনা নদীর ওপর নির্মিত সেতু দিয়ে আজ থেকে পূর্ণ গতিতে ট্রেন চলাচল শুরু হবে। এটি দেশের রেলওয়ে ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। সোমবার (৫ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই কার্যক্রমের মাধ্যমে সেতুতে ট্রেন চলাচল শুরু হলেও, এর আগে ২৬ নভেম্বর পরীক্ষামূলকভাবে সর্বোচ্চ ৪০ কিলোমিটার গতিতে ট্রেন চলানো হয়েছিল।

 

প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, রবিবার এবং সোমবার সকালে সেতুতে পরীক্ষামূলকভাবে দুটি ট্রেন চলাচল করবে। একটি ট্রেন পূর্ব পাড় থেকে পশ্চিম পাড়ে এবং অপরটি পশ্চিম পাড় থেকে পূর্ব পাড়ে যাবে। এই পরীক্ষা শেষে সেতুতে পূর্ণ গতিতে ট্রেন চলাচলের জন্য সব কিছু প্রস্তুত কিনা, তা মূল্যায়ন করা হবে।

 

প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান জানান, "দুইদিনের পরীক্ষামূলক ট্রেন চলাচলের মাধ্যমে আমরা নিশ্চিত হবো যে সেতুতে ট্রেন চলানোর জন্য সব কিছু প্রস্তুত রয়েছে। যদি কোথাও কোনো ত্রুটি দেখা দেয়, তবে তা সংশোধন করা হবে।"

 

তিনি আরও জানান, রেলওয়ে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরীক্ষামূলক ট্রেন চলাচল পরিদর্শনে উপস্থিত থাকবেন এবং সেতুর প্রস্তুতি মূল্যায়ন করবেন।

 

 

এদিকে, প্রকল্প সূত্রে জানা গেছে, যমুনা নদীর ওপর নির্মিত এই রেলওয়ে সেতুর উদ্বোধন আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি বা শেষে হতে পারে। সেতুর পূর্ণ ব্যবহার শুরু হলে, এটি দেশের রেল যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করবে এবং ব্যাপকভাবে যাত্রীদের সুবিধা বৃদ্ধি করবে।

যমুনা রেলসেতুতে আজ পূর্ণগতিতে চলবে ট্রেন