ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৮:৫৫:৪৩ এএম

যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

২০ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:০ পিএম

যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

ছবি: সংগ্রহ

যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে গেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের। এতে উত্তরাঞ্চলে বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা দেখা দিয়েছে। গতকাল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানিয়েছেন, বয়লারের টিউব ফেটে যাওয়ায় বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। প্রায় এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বয়লারটি ঠাণ্ডা হলে এটির মেরামতকাজ শুরু হবে। বিদ্যুৎ কেন্দ্রটির আবার উৎপাদনে ফিরতে ৮-১০ দিন লাগতে পারে।


সংশ্লিষ্টরা জানান, মঙ্গলবার দেশের অন্যতম কয়লাভিত্তিক এ তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনশীল ইউনিটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে এর উৎপাদন বন্ধ হয়ে যায়।


একাধিক সূত্র জানায়, বড়পুকুরিয়া কয়লাখনিতে উৎপাদিত কয়লা ব্যবহার করে কেন্দ্রের ৫২৫ মেগাওয়াটের তিনটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন চলছিল। এর মধ্যে ১ ও ২ নম্বর ইউনিট ১২৫ মেগাওয়াট করে উৎপাদনে সক্ষম হলেও ৩ নম্বর ইউনিটটিতে সর্বোচ্চ ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হতো।

 

যান্ত্রিক ত্রুটির কারণে অনেকদিন ধরেই ২ নম্বর ইউনিটটি বন্ধ ছিল। গত ১৫ ফেব্রুয়ারি একই কারণে ৩ নম্বর ইউনিটের কার্যক্রমও বন্ধ হয়ে যায়। বয়লারের টিউব ফেটে যাওয়ায় সক্রিয় ১ নম্বর ইউনিটটিও বন্ধ হয়ে যায় মঙ্গলবার। এর ফলে পুরোপুরি বন্ধ হয়ে গেল বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের উৎপাদন কার্যক্রম।

যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন