ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৮:২১:০৪ এএম

  • ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৮:২১:০৪ এএম

  • সর্বশেষ

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

১ নভেম্বর, ২০২৪ | ২:৪০ পিএম

অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যের বাজেটে ৪০০০ কোটি পাউন্ড কর বৃদ্ধির প্রস্তাব

১ নভেম্বর, ২০২৪ | ২:৪০ পিএম

যুক্তরাজ্যের বাজেটে ৪০০০ কোটি পাউন্ড কর বৃদ্ধির প্রস্তাব

ছবি: সংগ্রহ

যুক্তরাজ্যের ধীর অর্থনীতি ও সরকারি ঘাটতি মোকাবেলায় সদ্যঘোষিত বাজেটে ৪ হাজার কোটি পাউন্ড কর বৃদ্ধির প্রস্তাব করেছেন চ্যান্সেলর র‍্যাচেল রিভস। এর মাধ্যমে দেশটির ব্যবসা খাত ও ধনী ব্যক্তিরা এক প্রজেন্মের মধ্যে সবচেয়ে বড় কর বৃদ্ধির মুখোমুখি হতে যাচ্ছে। এতে করের পরিমাণ জিডিপির রেকর্ড ৩৮ দশমিক ২ শতাংশে উন্নীত হতে যাচ্ছে।


কয়েক মাস আগে ক্ষমতায় আসা লেবার পার্টির সামনে বড় চ্যালেঞ্জ হলো সরকারি পরিষেবা কার্যকর রাখা। কেননা এরই মধ্যে সরকারি ঋণ রেকর্ড তৈরি করেছে। সরকারি পরিষেবা সামাল দিতে অতিরিক্ত ১০ হাজার কোটি পাউন্ডের প্রস্তাব করা রয়েছে এ বাজেটে।


এ বিষয়ে মন্ত্রিসভা অনুমোদিত স্বাধীনপক্ষ অফিস ফর বাজেট রেসপনসিবিলিটি (ওবিআর) বলছে, প্রস্তাবিত বাজেট কার্যকর হলে মূল্যস্ফীতি দশমিক ৫০ শতাংশীয় পয়েন্টে বাড়তে পারে। একই সঙ্গে বন্ধকি ঋণের ক্ষেত্রে সুদহার বাড়িয়ে দিতে পারে। প্রস্তাবের পক্ষে র‌্যাচেল রিভসের যুক্তি হলো এটি অর্থনীতিকে উদ্দীপ্ত এবং এনএইচএস ও শিক্ষাপ্রতিষ্ঠানের মতো সাধারণ পরিষেবাগুলোকে উন্নত করবে।

 

যদিও গত বছর র‌্যাচেল রিভস এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘এখন কর ৭০ বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় রয়েছে। বড় হারে কর বাড়িয়েছেন এমন চ্যান্সেলর হওয়ার পরিকল্পনা নেই আমার।’

 

১৯৯৩ সালে টোরি চ্যান্সেলর নরম্যান ল্যামন্টের পর সবচেয়ে বড় কর বৃদ্ধির প্রস্তাব দিলেন র‌্যাচেল রিভস, যা ব্রিটেনের করের বোঝাকে জিডিপির রেকর্ড ৩৮ দশমিক ২ শতাংশে উন্নীত করবে।

 

ধারণা করা হচ্ছে, কর ও সরকারি ঋণ বৃদ্ধির পরিকল্পনা রাজনৈতিকভাবে ব্যাপক বিতর্ক তৈরি করবে। এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাকসহ সমালোচকরা ক্ষমতাসীনদের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনেছে।

 

এবারের বাজেটের প্রধান পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে নিয়োগকর্তাদের জন্য জাতীয় বীমায় ১ দশমিক ২ শতাংশীয় পয়েন্ট বৃদ্ধি এবং এতে আরো কর্মী বীমা সুবিধায় অন্তর্ভুক্ত হবেন। ধনী বিদেশীদের জন্য নন-ডোম ট্যাক্স স্কিমটি বাদ দেয়ার পরিকল্পনা করা হয়েছে। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ফি, জ্বালানি কোম্পানি ও মূলধন লাভের ওপর নতুন কর কার্যকর করে বার্ষিক ৯০০ কোটি পাউন্ড আয় বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে।

যুক্তরাজ্যের বাজেটে ৪০০০ কোটি পাউন্ড কর বৃদ্ধির প্রস্তাব