ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৭ জানুয়ারি, ২০২৫ | ৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ
যুক্তরাজ্যের ব্যবসায়ীদের জ্বালানি-প্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান
৭ জানুয়ারি, ২০২৫ | ৫:৫১ পিএম
![যুক্তরাজ্যের ব্যবসায়ীদের জ্বালানি-প্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/07/20250107170812_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করতে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ব্রিটিশ-বাংলাদেশি উদ্যোক্তাদের জ্বালানি, প্রযুক্তি, শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, ব্লু-ইকোনমি, পর্যটন এবং অবকাঠামো খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছে।
রাজধানীর হোটেল সোনারগাঁও-এ এফবিসিসিআই এবং ইউকে বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউকেবিসিসিআই)-এর মধ্যে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান।
সভায় ইউকেবিসিসিআই-এর একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসে দেশের সম্ভাবনাময় খাতগুলো সরেজমিনে পরিদর্শন করছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউকেবিসিসিআই-এর চেয়ারম্যান ইকবাল আহমেদ। এটি ছিল অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর যুক্তরাজ্যের কোনো ব্যবসায়ী প্রতিনিধি দলের প্রথম বাংলাদেশ সফর।
এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান সভায় বলেন, "বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের জন্য অত্যন্ত সহায়ক পরিবেশ তৈরি করা হয়েছে। বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী হলে উভয় পক্ষই লাভবান হবে। ব্রিটিশ-বাংলাদেশি ব্যবসায়ী এবং যুক্তরাজ্যের অন্যান্য উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগ এবং বাজার সুবিধা কাজে লাগানোর জন্য আহ্বান জানাই।"
এফবিসিসিআইয়ের প্রশাসক আরও বলেন, "বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ আরও উন্নত করতে আন্তর্জাতিক ব্যবসায়ীদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের উদ্যোক্তাদের জন্য আরও সুষম ও লাভজনক পরিবেশ তৈরি করতে বদ্ধপরিকর।"
মতবিনিময় সভায় বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের পার্লামেন্ট মেম্বার রূপা হক বলেন, "বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্য সম্পর্ক আরও সম্প্রসারণের জন্য উভয় দেশের ব্যবসায়ী মহলকে নিবিড়ভাবে কাজ করতে হবে।" তিনি যুক্তরাজ্যের প্রবাসী ব্যবসায়ীদের বাংলাদেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করার জন্য উৎসাহিত করেন।
সভায় ইউকেবিসিসিআই-এর চেয়ারম্যান ইকবাল আহমেদ প্রবাসী ব্যবসায়ীদের বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ থাকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, "বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণ করতে হলে, দেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো অত্যন্ত জরুরি।"
এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক মো. আব্দুল হক, প্রবীর কুমার সাহা, সাফকাত হায়দার, ওবায়দুর রহমান, গিয়ারউদ্দিন চৌধুরী (খোকন), উইমেন অন্ট্রাপ্রেনিউরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডব্লিউইএবি)-এর সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল, এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উইংয়ের প্রধান মো. জাফর ইকবাল এনডিসি, এফবিসিসিআই-এর অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং ইউকেবিসিসিআই ব্যবসায়ী প্রতিনিধি দলের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার জন্য বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে, বিশেষ করে জ্বালানি, প্রযুক্তি, শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, এবং অবকাঠামো খাতে। উভয় দেশ যদি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং অগ্রাধিকারভিত্তিক বাণিজ্য চুক্তি (পিটিএ) দ্রুত বাস্তবায়ন করে, তবে তা তাদের সম্পর্ককে আরও দৃঢ় করতে এবং আঞ্চলিক ও বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সহায়তা করবে।