ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:২৪ এএম
অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্র ও ইইউতে তৈরি পোশাক রপ্তানি বাড়ছে
৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:২৪ এএম
![যুক্তরাষ্ট্র ও ইইউতে তৈরি পোশাক রপ্তানি বাড়ছে](https://i.vatbondhu.com/images/original-webp/2025/02/06/20250206112408_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বাংলাদেশের তৈরি পোশাক খাত ঘুরে দাঁড়াচ্ছে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে, যা দেশের রপ্তানি খাতের জন্য সুখবর। ইইউ ও যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানির প্রায় ৬৯ শতাংশই আসে বাংলাদেশ থেকে, এবং গত নভেম্বরে এসব বাজারে রপ্তানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
ইইউর পরিসংখ্যান কার্যালয় (ইউরোস্ট্যাট) এবং ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) তথ্যানুযায়ী, ২০২৩ সালের নভেম্বরের তুলনায় গত নভেম্বরে বাংলাদেশ থেকে ইইউতে ২৪ শতাংশ বেশি, অর্থাৎ ১৫৩ কোটি মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে একই সময়ে রপ্তানি হয়েছে ৬১ কোটি ডলারের পোশাক, যা ৪১ শতাংশ বেশি।
২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ইইউ ও যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় পোশাকের চাহিদা কমে গিয়েছিল। তবে সরকারের বিভিন্ন উদ্যোগ এবং অর্থনৈতিক পরিস্থিতির উন্নতির ফলে এখন এসব বাজারে বাংলাদেশ থেকে পোশাকের চাহিদা বাড়ছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানাচ্ছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে, জুলাই-ডিসেম্বর সময়ে বাংলাদেশ থেকে ১ হাজার ৯৮৮ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যা আগের বছরের তুলনায় ১৩ দশমিক ২৮ শতাংশ বেশি।
ইইউর বাজারে বাংলাদেশের প্রবৃদ্ধি ১ দশমিক ৮৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশ্বে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে চীনের পরেই বাংলাদেশের অবস্থান। ২০২৩ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ইইউ মোট ৮ হাজার ৫৩৫ কোটি ডলারের পোশাক আমদানি করেছে, যার মধ্যে চীন থেকে এসেছে ২ হাজার ৪০৫ কোটি ডলার এবং বাংলাদেশ থেকে এসেছে ১ হাজার ৮১৫ কোটি ডলারের পোশাক।
পোশাক শিল্পের উদ্যোক্তারা জানিয়েছেন, অধিকাংশ কারখানায় বর্তমানে ভালো ক্রয়াদেশ রয়েছে এবং রপ্তানি বৃদ্ধির এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
- ট্যাগ সমূহঃ
- যুক্তরাষ্ট্র
- ইইউতে
- পোশাক
- রপ্তানি
- বাড়ছে
![যুক্তরাষ্ট্র ও ইইউতে তৈরি পোশাক রপ্তানি বাড়ছে](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)