ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৪:৫৯:০১ পিএম

যুক্তরাষ্ট্রে ঘুসকাণ্ডের অভিযোগে চাপে আদানি গ্রুপ, শেয়ার ও বন্ডে ধস

২৫ নভেম্বর, ২০২৪ | ১:৫২ পিএম

যুক্তরাষ্ট্রে ঘুসকাণ্ডের অভিযোগে চাপে আদানি গ্রুপ, শেয়ার ও বন্ডে ধস

ছবি: সংগ্রহীত

যুক্তরাষ্ট্রে ঘুসকাণ্ডের অভিযোগ উঠার পর গুরুতর সংকটে পড়েছে ভারতের আদানি গ্রুপ। গৌতম আদানির মালিকানাধীন এই কোম্পানির শেয়ারবাজারে বড় ধসের পর তাদের ডলার বন্ডের মূল্যও এক বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে।

 

 

নিউইয়র্কের একটি আদালতে অভিযোগ আনা হয়েছে যে, আদানি গ্রুপ ২৫ কোটি মার্কিন ডলারের ঘুস দিয়ে ভারতের নবায়নযোগ্য জ্বালানি খাতে লাভজনক চুক্তি করেছে। গোপন এই লেনদেনের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের বাজার থেকে অর্থ সংগ্রহের অভিযোগও উঠেছে।

 

 

অভিযোগ অনুযায়ী, এসব চুক্তি থেকে ২০ বছরে ২০০ কোটি ডলারের বেশি মুনাফা অর্জনের পরিকল্পনা ছিল। এই কেলেঙ্কারির সঙ্গে গৌতম আদানি, তার ভাইয়ের ছেলে সাগর আদানি এবং আদানি গ্রিন এনার্জির সাবেক সিইও ভিনেত এস জেইনসহ সাতজনের নাম উঠে এসেছে। এরই মধ্যে গৌতম আদানি ও সাগর আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মার্কিন প্রশাসন।

 

 

ঘুসকাণ্ডের খবর প্রকাশ্যে আসার পর বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিতে শুরু করেছেন। পাশাপাশি ব্যাংকগুলোও নতুন ঋণ বন্ধ করার পরিকল্পনা করছে। শেয়ারবাজারেও বড় ধাক্কা খেয়েছে আদানি গ্রুপ। গত সপ্তাহে দুই দিনের মধ্যে তাদের অন্তর্ভুক্ত ১০টি কোম্পানি ২৭ দশমিক ৯ বিলিয়ন ডলার বাজারমূল্য হারিয়েছে।

 

 

এই কেলেঙ্কারির ফলে আদানি গ্রুপের বাজারে আস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভবিষ্যৎ আর্থিক কার্যক্রমও অনিশ্চিত হয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রে ঘুসকাণ্ডের অভিযোগে চাপে আদানি গ্রুপ, শেয়ার ও বন্ডে ধস