ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৭ জানুয়ারি, ২০২৫ | ৩:৩০ পিএম
অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হতে চায় কানাডা: ট্রাম্প
৭ জানুয়ারি, ২০২৫ | ৩:৩০ পিএম
![যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হতে চায় কানাডা: ট্রাম্প](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/07/20250107152914_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে নতুন বিতর্কের জন্ম হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে তিনি বলেন, কানাডার জনগণ যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হয়ে ৫১তম অঙ্গরাজ্য হতে চায়।
ট্রাম্প দাবি করেন, "জাস্টিন ট্রুডো জানতেন যে কানাডার জনগণ যুক্তরাষ্ট্রের অংশ হতে চায়। যুক্তরাষ্ট্র কানাডার অস্তিত্ব টিকিয়ে রাখতে পর্বতসম বাণিজ্য ঘাটতি ও ভর্তুকি দিয়ে আসছে। এ কারণেই ট্রুডো পদত্যাগ করেছেন।"
ট্রাম্প আরও বলেন, "কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হলে শুল্ক ও কর কমে যাবে। কানাডীয়রা রুশ ও চীনা হুমকি থেকে পুরোপুরি নিরাপদ থাকবে। এটি একটি ঐতিহাসিক রাষ্ট্রের জন্ম দেবে, যার কোনো তুলনা নেই।"
আগামী ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করবেন ট্রাম্প। ক্ষমতায় বসেই তিনি কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর বাড়তি ২৫ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা করেছেন বলে জানিয়েছেন।
বিশ্লেষকদের মতে, ট্রুডোর জনপ্রিয়তা তলানিতে পৌঁছানোর পেছনে এবং পদত্যাগের সিদ্ধান্তে ট্রাম্পের কৌশলগত ভূমিকা থাকতে পারে। তবে ট্রাম্পের এই মন্তব্য কানাডা ও যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।
ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য নতুন বিতর্কের সৃষ্টি করেছে। যদিও কানাডা ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ঘনিষ্ঠ, তবে এই ধরনের মন্তব্য দুই দেশের মধ্যে কূটনৈতিক পরিবেশকে কীভাবে প্রভাবিত করবে তা সময়ই বলে দেবে।
![যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হতে চায় কানাডা: ট্রাম্প](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)