ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২১ জানুয়ারি, ২০২৫ | ১২:১১ পিএম
অনলাইন সংস্করণ
রমজান সামনে রেখে ভ্যাট-ট্যাক্স বাড়ানোর উদ্যোগ কোনোভাবে কাম্য নয়
২১ জানুয়ারি, ২০২৫ | ১২:১১ পিএম
![রমজান সামনে রেখে ভ্যাট-ট্যাক্স বাড়ানোর উদ্যোগ কোনোভাবে কাম্য নয়](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/21/20250121121121_original_webp.webp)
ছবি: সংগ্রহ
আসন্ন রমজান মাসকে সামনে রেখে দেশের বাজারে ভ্যাট ও ট্যাক্স বৃদ্ধির কোনো উদ্যোগকে সমর্থন জানায়নি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে তার কার্যালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে ডিসিসিআইর সভাপতি তাসকীন আহমেদ এ মতামত ব্যক্ত করেন।
তাসকীন আহমেদ বলেন, “বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ভ্যাট ও ট্যাক্স বৃদ্ধির উদ্যোগ জনগণের জীবনযাত্রার উপর আরো বেশি চাপ ফেলবে এবং ব্যবসা-বাণিজ্য কার্যক্রম বাধাগ্রস্ত হবে। বিশেষ করে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরবরাহ বৃদ্ধি ও বাজার নজরদারির কার্যক্রম জরুরি।”
তিনি আরও বলেন, বাংলাদেশের এলডিসি (লিজড ডেভেলপিং কান্ট্রি) উত্তরণের পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসা-বাণিজ্য, রাজস্ব কাঠামো এবং আর্থিক ব্যবস্থাপনায় সংস্কারের কোনো বিকল্প নেই। তাসকীন আহমেদ বলেন, “সরকারের সঠিক নীতিগত সহায়তা এবং ধারাবাহিকতার অভাবে স্থানীয় ও বিদেশি বিনিয়োগে বাধা সৃষ্টি হতে পারে, তবে বেসরকারিখাতের সক্ষমতা বৃদ্ধি ছাড়া পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব নয়।”
এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, দেশের সামগ্রিক অর্থনীতি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার বেশ কিছু উদ্যোগ গ্রহণ করছে। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল থাকবে এবং চালের মূল্য বৃদ্ধির বিষয়ে সরকারের পদক্ষেপ কার্যকর হবে।
এছাড়া, ডিসিসিআই সভাপতি এলডিসি উত্তরণের সময়সীমা পুনর্বিবেচনার প্রস্তাবও দেন এবং এর জন্য সরকার ও বেসরকারিখাতের যৌথ আলোচনার মাধ্যমে বাস্তবভিত্তিক উত্তরণ কৌশল প্রণয়ন করার আহ্বান জানান।
ডিসিসিআইয়ের অন্যান্য নেতৃবৃন্দ, সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী এবং মো. সালিম সোলায়মানও এই বৈঠকে উপস্থিত ছিলেন।
- ট্যাগ সমূহঃ
- রমজান
- সামনে রেখে
- ভ্যাট-ট্যাক্স
- উদ্যোগ
- কাম্য নয়
![রমজান সামনে রেখে ভ্যাট-ট্যাক্স বাড়ানোর উদ্যোগ কোনোভাবে কাম্য নয়](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)