ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৯ জানুয়ারি, ২০২৫ | ৩:২০ পিএম
অনলাইন সংস্করণ
রমজানকে ঘিরে পণ্য আমদানি বেড়েছে
৯ জানুয়ারি, ২০২৫ | ৩:২০ পিএম
![রমজানকে ঘিরে পণ্য আমদানি বেড়েছে](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/09/20250109152043_original_webp.webp)
ছবি: সংগ্রহ
রমজান মাসকে সামনে রেখে দেশে খেজুর আমদানি প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে বেড়েছে ডাল, পেঁয়াজ, ভোজ্যতেল, চিনি ও ছোলা আমদানির পরিমাণও। রোজাদারদের যাতে কোনো কষ্ট না হয়, সেজন্য কেন্দ্রীয় ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রোজায় ব্যবহƒত খাদ্যপণ্যগুলো ওপর আমদানিতে শুল্কছাড়ের ব্যবস্থা করেছে। পাশাপাশি রমজানের ব্যবহƒত ভোগ্যপণ্যের এলসি খোলার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, গত সাত মাসের মধ্যে চলতি বছরের ডিসেম্বরে খেজুর আমদানি প্রায় তিনগুণ বেড়েছে। বিদায় বছরের ডিসেম্বরে দুই হাজার ১৮৬ মেট্রিক টন খেজুর আমদানি করা হয়েছে। বাজারসংশ্লিষ্টরা বলছেন, রমজান এলেই ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে। পরিবর্তিত পরিস্থিতিতে যেন আগের মতো সংকট না থাকে সেজন্য ভোক্তা অধিকারসহ সংশ্লিষ্টদের বাজার তদারকি জোরদার করতে হবে। যেন কোনোভাবে কেউ বাজারে সিন্ডিকেট তৈরির মাধ্যমে পণ্যের দাম বাড়াতে না পারেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বিদায়ী বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে দেশে তিন লাখ ৫৭ হাজার ৪৮৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। এর আগে ২০২৩ সালে আমাদনির করা হয়েছে ছয় লাখ ৩৮ হাজার ৯৭২ মেট্রিক টন।
চলতি অর্থবছরের প্রথম ছয় মাস ডাল আমদানি আগের বছরের তুলনায় প্রায় সাত মেট্রিক টন বৃদ্ধি পেয়েছে। চলতি বছর এক লাখ ৮৯ হাজার ৩৭৮ মেট্রিক টন বিভিন্ন প্রকারের ডাল আমাদনি করা হয়েছে। ২০২৩ সালে ছিল এক লাখ ৮২ হাজার ১৫০ মেট্রিক টন।
২০২৪ সালে ভোজ্যতেল আমদানি করা হয়েছে ১৩ লাখ ৬০ হাজার ৩৫ মেট্রিক টন, যা আগের বছরের একই সময়ে ছিল ১২ লাখ ৯৫ হাজার ৩৩৪ মেট্রিক টন। এর আগের বছর অর্থাৎ ২০২২ সালে দেশে ভোজ্যতেল আমদানি করা হয়েছে ১৬ লাখ ৪২ হাজার ২৪৬ মেট্রিক টন।
চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে দেশে চিনি আমদানি আগের বছরের তুলনায় কিছুটা কমেছে। অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত চিনি আমদানি করা হয়েছে পাঁচ লাখ ৬১ হাজার ৬২৩ মেট্রিক টন। আগের বছরের একই সময়ে দেশে চিনি আমদানি করা হয়েছিলো ছয় লাখ ৯০ হাজার ৮৮২ মেট্রিক টন।
আসন্ন রমজান মাসকে সামনে রেখে চাহিদা বাড়ায় চলতি অর্থবছরের নভেম্বর-ডিসেম্বর ছোলা আমদানি করা হয়েছে ২৬ হাজার ৩৬৭ মেট্রিক টন। ইফতারের গুরুত্বপূর্ণ খাদ্য খেজুর আমদানি এসময় প্রায় তিনগুণ বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ডিসেম্বরে আমদানি কারকরা দেশে দুই হাজার ১৮৬ মেট্রিক টন খেজুর আমদানি করেছে। আগের মাস নভেম্বরে দেশে আনা হয়েছিল ৬৫৪ মেট্রিক টন।
Share
![রমজানকে ঘিরে পণ্য আমদানি বেড়েছে](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)