ঢাকা শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ - ১১:৫৪:৫৯ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:১১ এএম

অনলাইন সংস্করণ

রমজানে দ্রব্যমূল্য বাড়বে না : বাণিজ্য উপদেষ্টা

৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:১১ এএম

রমজানে দ্রব্যমূল্য বাড়বে না : বাণিজ্য উপদেষ্টা

ছবি: সংগ্রহ

গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত 'খাদ্যপণ্যের যৌক্তিক দাম: বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান' শীর্ষক নীতি সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, দেশে যথেষ্ট আমদানি ব্যবস্থা এবং মজুত রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, আসন্ন রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে না এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে।

 

 

উপদেষ্টা আরও বলেন, "এস আলম পালিয়ে গেলেও বাজারে তেমন বিপত্তি তৈরি হয়নি।" তিনি অতীত সরকারগুলোর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়ার বিষয়টি তুলে ধরে বলেন, “এটি একটি দীর্ঘমেয়াদী সমস্যা, তবে আমরা দ্রুতই এর সমাধান পেয়ে যাব।”

 

 

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম এই অনুষ্ঠানে মন্তব্য করেন, "বাজার নিয়ন্ত্রণ করতে হলে রাজনীতিবিদদের সৎভাবে উপার্জনের সুযোগ তৈরি করতে হবে এবং অসৎভাবে চাঁদাবাজি বন্ধ করতে হবে।" তিনি আরও বলেন, "সরকার মূল্যস্ফীতি মোকাবিলায় কাজ করছে, তবে ব্যবসায়ীদের লোভ কমানোর জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে।"

 

 

সারজিস আলম একে রাজনৈতিক সদিচ্ছার বিষয় হিসেবে উল্লেখ করে বলেন, "প্রধান রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছাড়া বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়।"

 

 

সম্মেলনে উপস্থিত বক্তারা আরও বলেন, বাজার পরিস্থিতি নিয়মিত মনিটরিং করা জরুরি, তবে কেবল লোক দেখানো কার্যক্রমের মাধ্যমে নয়, বরং কার্যকর ব্যবস্থাপনা প্রক্রিয়া তৈরি করতে হবে।

 

 

বাণিজ্য উপদেষ্টা এবং অন্যান্য বক্তারা বাজারের স্বাভাবিক চলাচল বজায় রাখতে সরকারের পক্ষে যথাসম্ভব চেষ্টা চালানোর প্রত্যয় ব্যক্ত করেছেন।

 

 

রমজানে দ্রব্যমূল্য বাড়বে না : বাণিজ্য উপদেষ্টা