ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৬:৫৯:০০ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৪৯ এএম

অনলাইন সংস্করণ

রমজানে লোডশেডিংমুক্ত রাখার টার্গেট: জ্বালানি উপদেষ্টা

৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৪৯ এএম

রমজানে লোডশেডিংমুক্ত রাখার টার্গেট: জ্বালানি উপদেষ্টা

ছবি: সংগ্রহ

আসন্ন রমজান মাসে সারাদেশে লোডশেডিংমুক্ত রাখার টার্গেট নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। গতকাল  বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বিদ্যুৎ ভবনে রমজান মাসে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

 

 

জ্বালানি উপদেষ্টা জানান, রোজায় বিদ্যুতের চাহিদা প্রাক্কলন করা হয়েছে ১৫ হাজার ৭০০ মেগাওয়াট। তিনি বলেন, "রমজান মাসে সম্পূর্ণভাবে লোডশেডিংমুক্ত রাখার টার্গেট নেয়া হয়েছে এবং আমরা এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি।"

 

 

বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য রাখার জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে জানিয়ে তিনি বলেন, "আমরা নিশ্চিত করতে চাই যে, কোনো ধরনের কারিগরি ত্রুটি ছাড়া কোনো লোডশেডিং না হয় এবং রমজানে লোডশেডিংমুক্ত রাখার সর্বাত্মক চেষ্টা করব।"

 

 

তবে তিনি জানান, গ্রীষ্মকালে ৭০০ থেকে ১৪০০ মেগাওয়াট লোডশেডিং করা লাগতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।

 

 

বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, "বর্তমানে আমাদের ওপর অনেক চাপ থাকলেও আমরা বিদ্যুতের দাম বাড়াইনি এবং আগামীতে বিদ্যুতের দাম বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই। বরং আমরা ব্যয় সংকোচন করার চেষ্টা করছি।"

 

 

এছাড়া, গ্যাস সংযোগের দাম বৃদ্ধির বিষয়ে তিনি জানান, "বিদ্যমান গ্যাস সংযোগে দাম বাড়বে না। তবে শিল্পখাতে যারা নতুন গ্যাস সংযোগ বা বাড়তি লোড নিতে চাইবেন, তাদের জন্য বাড়তি দাম প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সিদ্ধান্ত নেবে।"

 

 

এছাড়া, তিনি আশাবাদ ব্যক্ত করেন যে রমজান মাসে দেশের জনগণের জন্য বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ সুষ্ঠুভাবে পরিচালিত হবে এবং কোনো ধরনের বিভ্রান্তি বা সমস্যা সৃষ্টি হবে না।

রমজানে লোডশেডিংমুক্ত রাখার টার্গেট: জ্বালানি উপদেষ্টা