ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৫ জানুয়ারি, ২০২৫ | ১০:৪১ এএম
অনলাইন সংস্করণ
রাজধানীর ১০০ পয়েন্টে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বেচবে বিপিএ
৫ জানুয়ারি, ২০২৫ | ১০:৪১ এএম
![রাজধানীর ১০০ পয়েন্টে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বেচবে বিপিএ](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/05/20250105100421_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বর্তমান দ্রব্যমূল্যের উর্ধ্বগতির পরিস্থিতি এবং বিশেষ করে আসন্ন রমজান মাসকে সামনে রেখে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ) ১০০টি পয়েন্টে ন্যায্যমূল্যে ডিম, মুরগি ও কৃষিজাত পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের আওতায়, ১২ জানুয়ারি থেকে ঢাকা শহরের ২০টি পয়েন্টে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে ১০০টি পয়েন্টে ডিম, ফ্রোজেন মুরগি ও অন্যান্য কৃষিজাত পণ্য সীমিত লাভে বিক্রি করা হবে।
শনিবার (৪ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিপিএর সভাপতি সুমন হাওলাদার। তিনি বলেন, “আগামী রমজান উপলক্ষে স্মার্ট বাজার ব্যবস্থাপনার মাধ্যমে এই উদ্যোগটি বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে কৃষি খাতের উন্নয়ন ও বাজার ব্যবস্থাপনার উন্নয়ন ত্বরান্বিত হবে।”
এছাড়া, বিপিএর পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীকে এই উদ্যোগে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। কৃষি খাত এবং ভোক্তা-উৎপাদকের স্বার্থ নিয়ে কাজ করতে আগ্রহী এই তরুণ উদ্যোক্তাদের দক্ষতা এবং উদ্যমের মাধ্যমে বাজার ব্যবস্থাপনায় আরো গতি আনা হবে বলে জানান তিনি।
বিপিএ সভাপতি অভিযোগ করেন, “বছরে করপোরেট কোম্পানিগুলো ফিড ও মুরগির বাচ্চা বিক্রি করে প্রায় ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত মুনাফা করছে। তাদের হাতে বাজারের নিয়ন্ত্রণ থাকায় ডিম-মুরগির দাম কমছে না এবং সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না।” তিনি আরও বলেন, “বিশ্ববাজারে ফিডের দাম কমলেও দেশের বাজারে তা কমছে না, যার কারণে মুরগির দাম বাড়ছে। সরকারের নীতি নির্ধারণী বৈঠকে প্রান্তিক খামারিদের নিয়ে আলোচনা এবং তাদের সাশ্রয়ী মূল্যে ফিড ও মুরগির বাচ্চার সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।”
এছাড়া, সংবাদ সম্মেলনে সিন্ডিকেটের হাত থেকে প্রান্তিক খামারিদের রক্ষা করতে এবং তাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য সরকারের কাছে ১০ দফা দাবি তুলে ধরা হয়। এসব দাবির মধ্যে রয়েছে খামারিদের জন্য সাশ্রয়ী মূল্যে ফিড ও মুরগির বাচ্চার সরবরাহ এবং বাজার নিয়ন্ত্রণের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ।
২০২৪ সালের শুরু থেকেই ডিমের বাজারে অস্থিতিশীলতা দেখা যায়, যার ফলে ডজনপ্রতি ডিমের দাম প্রায় ১৮০ টাকা পর্যন্ত পৌঁছে যায়। দাম বেঁধে দেওয়ার পরেও বাজার নিয়ন্ত্রণে আসেনি। তবে নভেম্বর মাসে ১৮ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়ার ফলে কিছুটা স্থিতিশীলতা ফিরে আসে। কিন্তু নতুন বছরের শুরুতে আবারও ডিমের দাম বেড়ে গেছে, পাশাপাশি ব্রয়লার মুরগির দামও বৃদ্ধি পেয়েছে।
বিপিএর এই উদ্যোগটি দেশের কৃষি খাতের উন্নতি এবং ভোক্তা-বাজারের মধ্যে একটি সুষম ভারসাম্য স্থাপন করতে সহায়তা করবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।
- ট্যাগ সমূহঃ
- ন্যায্যমূল্যে
- ডিম-মুরগি
- বেচবে
- বিপিএ
![রাজধানীর ১০০ পয়েন্টে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বেচবে বিপিএ](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)