ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৩ ডিসেম্বর, ২০২৪ | ৩:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
রাষ্ট্রপতির সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
২৩ ডিসেম্বর, ২০২৪ | ৩:৩৩ পিএম
![রাষ্ট্রপতির সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/23/20241223153426_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ফিলিস্তিনে ইসরায়েলের নারকীয় হামলা, বিশেষ করে নারী ও শিশু হত্যার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, “ফিলিস্তিনের জনগণের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের আন্দোলনে বাংলাদেশ সবসময় পাশে আছে। জাতিসংঘ, ওআইসি, ন্যামসহ আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে জোরালো ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতেও রাখবে।”
রাষ্ট্রপতি আরও বলেন, ফিলিস্তিনের সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে।
রাষ্ট্রদূত ইউসেফ রামাদান ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের জনগণের অব্যাহত সমর্থন ও সহমর্মিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দৃঢ় অবস্থানের ভূয়সী প্রশংসা করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এবং প্রেস সচিব জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই ফিলিস্তিনের ন্যায্য অধিকারের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে আসছে। এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আদায়ের লড়াইয়ে বাংলাদেশের পক্ষ থেকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাতের মাধ্যমে বাংলাদেশ ও ফিলিস্তিনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন উভয় পক্ষ।
![রাষ্ট্রপতির সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)