ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৪:৫৬:৫৬ পিএম

রাষ্ট্রায়ত্ত বন্ধ কারখানা বড় বিনিয়োগকারীদের দেওয়া হবে

১৬ জানুয়ারি, ২০২৫ | ৪:১৬ পিএম

রাষ্ট্রায়ত্ত বন্ধ কারখানা বড় বিনিয়োগকারীদের দেওয়া হবে

ছবি: সংগ্রহ

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানিয়েছেন, দেশের রাষ্ট্রায়ত্ত বন্ধ শিল্প কারখানাগুলো বড় বেসরকারি বিনিয়োগকারীদের কাছে ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি বলেছেন, এসব কারখানাগুলোকে দ্রুত উৎপাদনে ফিরিয়ে আনতে গ্যাস ও বিদ্যুৎ সংযোগসহ অন্যান্য অবকাঠামোগত সুবিধা সরবরাহ করা হবে।

 

 

গতকাল বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর পল্টনে অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ইআরএফ আয়োজিত ‘বিনিয়োগ সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এসব কথা বলেন।

 

 

তিনি বলেন, "গ্যাস ও বিদ্যুৎ সংযোগের মতো অত্যাবশ্যকীয় সেবা বিনিয়োগকারীদের কাছে সহজলভ্য করে দেওয়া হবে, যাতে তারা দ্রুত উৎপাদনে যেতে পারে। মালয়েশিয়ায় শিল্প খাতে ৭০ শতাংশ বিদ্যুৎ সরবরাহ সরকারের নিয়ন্ত্রণে থাকে, যা বিনিয়োগকারীদের জন্য সহায়ক।"

 

 

বিডার নির্বাহী চেয়ারম্যান আরও বলেন, প্রাক কার্যক্রমে সময়ক্ষেপণ হলে বিনিয়োগকারীরা আগ্রহ হারিয়ে ফেলেন। এ সমস্যা থেকে উত্তরণের জন্য সেবা প্রদানকারীদের সাথে ঘুরে ঘুরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেছেন, ছয় মাসের মধ্যে এ উদ্যোগের দৃশ্যমান ফলাফল পাওয়া যাবে।

 

 

এদিকে, এফসিসিসিআই-এর সাবেক সভাপতি এ কে আজাদ গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবকে বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেন। তিনি বলেন, "গ্যাসের দাম ৭০ শতাংশ বাড়ানো হলে কারখানা চালিয়ে নেওয়ার চিন্তা আসলে বন্ধ করে দেওয়ার সামিল হবে।"

 

 

লাফার্স হোলসিম বাংলাদেশের সিইও মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, "বাংলাদেশে সম্ভাবনার ঘাটতি নেই, তবে তরুণ কর্মক্ষম জনশক্তির যথাযথ ব্যবহার ও কার্যকর উদ্যোগের অভাব রয়েছে।"

 

 

ডিসিসিআই-এর সাবেক সভাপতি মো. আবুল কাশেম খান বলেন, "করের হার নির্ধারণ না হওয়া এবং বিভিন্ন ট্রেডে করের তারতম্যের কারণে বিনিয়োগকারীদের জন্য অবস্থা অস্পষ্ট।"

 

 

এফবিসিআই-এর প্রশাসক হাফিজুর রহমান বলেন, "দেশে বিনিয়োগের পথে নানা অনিশ্চয়তা থাকায় বিনিয়োগ বৃদ্ধি সম্ভব নয়।"

 

 

ইআরএফ-এর সভাপতি দৌলত আক্তার মালার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কাসেমের সঞ্চালনায় আয়োজিত সেমিনারে আরো বক্তব্য রাখেন বিডার হেড অব বিজনেস ডেভলপমেন্ট মাহিয়ান রহমান রচি।

রাষ্ট্রায়ত্ত বন্ধ কারখানা বড় বিনিয়োগকারীদের দেওয়া হবে