ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ১১:৪৬:৪৭ এএম

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল সোনালী ব্যাংক

১২ জানুয়ারি, ২০২৫ | ৪:১৪ পিএম

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল সোনালী ব্যাংক

ছবি: সংগ্রহ

রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংক পিএলসি ২০২৪ সালের জন্য ‘টপ টেন রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০২৫’ পুরস্কার লাভ করেছে। গতকাল  শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশের ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের এমডি ও সিইও মো. শওকত আলী খানের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

 

এনআরবি সেন্টারের চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের (টাওয়ার হ্যামলেট) স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

 

সোনালী ব্যাংক পিএলসি, যা দেশের সর্ববৃহৎ রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক, দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই পুরস্কারের মাধ্যমে ব্যাংকটির রেমিট্যান্স সংগ্রহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দেওয়া হলো।

 

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল সোনালী ব্যাংক