ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ১০:৪১:২০ এএম

রেস্তোরাঁ খাতের ভ্যাট পুনর্বিবেচনা করবে এনবিআর

১৬ জানুয়ারি, ২০২৫ | ১১:১৫ এএম

রেস্তোরাঁ খাতের ভ্যাট পুনর্বিবেচনা করবে এনবিআর

ছবি: সংগ্রহ

রেস্তোরাঁ খাতে ভ্যাট হার পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।  প্রথম সচিব (মূসক নীতি) মশিউর রহমানের সই করা এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

 

 

চিঠিতে বলা হয়, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির পাঠানো পত্র এনবিআর গুরুত্ব সহকারে পর্যালোচনা করেছে এবং তাদের আবেদনকে বিবেচনায় রেখে রেস্তোরাঁ খাতে ভ্যাট হার পুনঃবিবেচনা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এনবিআর চিঠিতে আরও জানায়, রাজস্ব বৃদ্ধি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রেস্তোরাঁ মালিকদের বিশেষ সহযোগিতা কামনা করা হয়েছে।

 

 

এনবিআর সূত্রে জানা গেছে, শুধু রেস্তোরাঁ খাতেই নয়, আরও কয়েকটি পণ্য ও সেবার ওপর আরোপিত ভ্যাটও পুনর্বিবেচনা করা হতে পারে। গত ৯ জানুয়ারি, সরকার শতাধিক পণ্য ও সেবায় বিভিন্ন হারে নতুন ভ্যাট আরোপ করেছিল, যার পর থেকেই ব্যাপক সমালোচনা শুরু হয়।

 

 

এনবিআরের এই সিদ্ধান্তকে ব্যবসায়ী মহলে স্বাগত জানানো হলেও, এটি বাস্তবায়ন হলে ভ্যাটের প্রভাব নিয়ে ভবিষ্যতে আরও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রেস্তোরাঁ খাতের ভ্যাট পুনর্বিবেচনা করবে এনবিআর