ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৭:০৯:২৩ পিএম

লাখ টাকা ছাড়ালো এক কেজি ওজনের ইলিশের মণ

৪ জানুয়ারি, ২০২৫ | ৩:৪২ পিএম

লাখ টাকা ছাড়ালো এক কেজি ওজনের ইলিশের মণ

ছবি: সংগ্রহ

আড়ৎ ইলিশের আকালের কারণে পোর্ট রোড ও অন্যান্য পাইকারি বাজারে দাম বেড়েছে উল্লেখযোগ্যভাবে। বর্তমানে এক কেজি দুইশ থেকে তিনশ গ্রাম ওজনের সাইজের ইলিশ মাছের প্রতিমণ বিক্রি হচ্ছে দেড় লাখ টাকায়, এবং এক কেজি সাইজের মাছের দাম লাখ টাকারও ওপরে পৌঁছেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, যদি শীঘ্রই আমদানি বাড়ানো না হয়, তবে ইলিশের দাম আরও বাড়তে পারে।

 

 

পোর্ট রোড বাজারের মৎস্য ব্যবসায়ীরা জানিয়েছেন, বর্তমানে বাজারে যে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, তার বেশিরভাগই ছোট আকারের। বড় সাইজের মাছের সরবরাহ খুবই কম, যার কারণে দাম আকাশছোঁয়া। এক কেজি ওজনের মাছের দাম বর্তমানে ৩ হাজার টাকার ওপরে পৌঁছেছে। এই অবস্থায় এক কেজি সাইজের মাছের দাম ১ লাখ ২০ হাজার টাকা মণপ্রতি উঠছে।

 

 

পোর্ট রোডের মৎস্য ব্যবসায়ী বেলায়েত সিকদার বলেন, “গতকাল মাত্র ২০ মণের মতো ইলিশ মাছ বেচা-বিক্রি হয়েছে এবং তার সিংহভাগই ছোট আকারের ছিল। দেড় কেজি সাইজের মাছ গত কয়েকদিন ধরে বাজারে ওঠেনি। কিছু কিছু ইলিশ মাছ কেজি প্রতি তিন হাজার ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে, ফলে মণপ্রতি দাম ১ লাখ ৫০ হাজার টাকার মতো হচ্ছে।”

 

 

এছাড়া এলসি সাইজের (৮০০ গ্রাম থেকে ৯০০ গ্রাম) ইলিশের দামও বেড়েছে, যা কেজিপ্রতি ২ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে এবং ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের মাছ কেজিপ্রতি ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।

 

 

খুচরা বাজারে মাছ বিক্রেতা শিল্পি বেগম জানান, দাম বৃদ্ধি পাওয়ায় তিনি গত এক মাস ধরে ইলিশ মাছ বিক্রি করছেন না। অন্যান্য মাছের চাহিদাও কম থাকায় বর্তমানে কিছুটা বিপাকেই আছেন তিনি।

 

 

বরিশাল শহরতলীর তালতলীস্থ নদীর মাছের পাইকার বাজারের ব্যবসায়ী নাঈম সিকদার বলেন, “গত বছর এই সময়ে ইলিশ পাওয়া যেত, কিন্তু এবার তা পাওয়া যাচ্ছে না। কারণ গত দুই মাস ধরে নদীতে তেমন ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না।” তিনি আশা প্রকাশ করেন, শীঘ্রই নদী ও সাগরে প্রচুর ইলিশ মাছ পাওয়া যাবে।

 

 

মৎস্য বিভাগের কর্মকর্তাদের পক্ষ থেকেও একই আশাবাদ ব্যক্ত করা হয়েছে। বরিশাল জেলার মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, “গত কয়েক বছর ধরে শীতে ইলিশ মাছ পাওয়া যেত, তবে এ বছর কিছুটা ব্যতিক্রম হয়েছে। সাগরেও ইলিশ মাছ কম ধরা পড়ছে। তবে আমরা আশা করছি, শীঘ্রই পরিস্থিতি পরিবর্তন হবে।”

 

 

এ পরিস্থিতিতে, ব্যবসায়ীদের পাশাপাশি ভোক্তাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। আগামী কয়েক সপ্তাহে সরবরাহ পরিস্থিতি উন্নত না হলে দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে, যা সাধারণ মানুষের জন্য আরও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

 

লাখ টাকা ছাড়ালো এক কেজি ওজনের ইলিশের মণ