ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৭:৪৬:১৩ পিএম

লাহোরের সব স্কুল বন্ধ

৪ নভেম্বর, ২০২৪ | ৭:০ পিএম

লাহোরের সব স্কুল বন্ধ

ছবি: সংগ্রহ

পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরে রেকর্ড মাত্রার বায়ুদূষণের কারণে জরুরি ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। রোববার পরিস্থিতি মোকাবিলায় শহরটিতে প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা এবং বাসায় বসে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

জ্যেষ্ঠ মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব এক সংবাদ সম্মেলনে বলেন, কারণ ভারতের দিক থেকে বাতাস (দূষিত) লাহোরের দিকে আসছে...তাই মন্টেসরি, প্লে গ্রুপ ও পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়গুলোকে এক সপ্তাহের ছুটি দেওয়া হচ্ছে। হাসপাতালগুলোতে ধোঁয়াশারোধী ব্যবস্থা স্থাপন করা হবে।

 

কয়েক দিন ধরে প্রায় দেড় কোটি মানুষের এই শহর ধোঁয়াশায় আচ্ছন্ন। কুয়াশার সঙ্গে নিম্নমানের ডিজেলের ধোঁয়া, মৌসুমি কৃষিজমির খড় পোড়ানোর ধোঁয়া এবং শীতের মধ্যে ঠাণ্ডা তাপমাত্রাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার যন্ত্র থেকে বের হওয়া গ্যাসÑসব মিলিয়ে এ ধোঁয়াশা তৈরি হয়।

 

গত শনিবার লাহোর শহরের বায়ুদূষণ সূচক পাকিস্তান-ভারত সীমান্তের কাছাকাছি ১ হাজার ৯০০ ছুঁয়েছে। যা শহরটির ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। প্রাদেশিক সরকার এবং সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে প্রাপ্ত তথ্যমতে, রোববার লাহোর বিশে^র সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষ স্থানে ছিল।

 

প্রদেশের সিনিয়র মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব এক সংবাদ সম্মেলনে জানান, শহরে ঘন ধোঁয়াশা ছড়িয়ে পড়ার কারণে প্রাথমিক বিদ্যালয়গুলো এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। অভিভাবকদের শিশুদের মাস্ক পরানোর পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে নাগরিকদের ঘরে থাকতে, দরজা-জানালা বন্ধ রাখতে এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে অনুরোধ জানানো হয়েছে।

 

গাড়ির দূষণ কমাতে ৫০ শতাংশ কর্মী বাসা থেকে কাজ করবেন বলে জানিয়েছেন মন্ত্রী আওরঙ্গজেব। এ ছাড়া দূষণ নিয়ন্ত্রণে শহরের রাস্তায় চলাচলকারী তিন চাকার রিকশা বন্ধ এবং নির্দিষ্ট কিছু এলাকায় নির্মাণকাজ স্থগিত করা হয়েছে। কোনো কারখানা ও নির্মাণাধীন স্থাপনা এই নিয়ম লঙ্ঘন করলে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হতে পারে বলেও তিনি সতর্ক করেন। মরিয়ম আওরঙ্গজেব জানান, পরিস্থিতি নজিরবিহীন এবং এর কারণ হিসেবে ভারতের দিক থেকে আসা বাতাসে বহনকৃত দূষণকে উল্লেখ করেছেন। তিনি বলেন, ভারতের সঙ্গে আলোচনা ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়। প্রাদেশিক সরকার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবেশী ভারতের সঙ্গে আলোচনার উদ্যোগ নেবে বলে তিনি জানান।

 

লাহোরে শীতকালে তাপমাত্রার উল্টো প্রবণতার কারণে ধোঁয়াশার মাত্রা আরও বৃদ্ধি পায়, যা দূষণকে মাটির কাছাকাছি আটকে রাখে। দিল্লির মতো লাহোরের এই দূষণ সংকটও শীতকালে নিয়মিত ব্যাপক আকার ধারণ করে। দেশটির আবহাওয়ার পূর্বাভাসে আগামী ছয় দিন বাতাস একই ধরনের থাকবে বলা হচ্ছে। লাহোরের পরিবেশ সুরক্ষাবিষয়ক একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জাহাঙ্গীর আনোয়ার এএফপিকে বলেন, তাই সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে।

 

বায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যাগুলো হলো শ্বসনযন্ত্র-সম্পর্কিত রোগ, হৃদরোগ, ফুসফুস ক্যানসার, নির্ধারিত সময়ের আগে শিশুর জন্ম, কম ওজনের শিশুর জন্ম, মৃত শিশু প্রসব, মানসিক স্বাস্থ্য সমস্যা, শিশুর মস্তিষ্ক বিকাশজনিত স্বাস্থ্য সমস্যা ও অপমৃত্যু।

লাহোরের সব স্কুল বন্ধ