ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ২:১৫:৩৩ পিএম

শাহজালালে ‘বিশেষ’ ওয়েটিং লাউঞ্জের খুলছে সন্ধ্যায়

১৫ নভেম্বর, ২০২৪ | ৪:০ এএম

শাহজালালে ‘বিশেষ’ ওয়েটিং লাউঞ্জের খুলছে সন্ধ্যায়

ছবি: সংগ্রহ

ঢাকার শাহজালাল বিমানবন্দর দিয়ে যাতায়াত করা যাত্রীদের জন্য বিশেষ ওয়েটিং লাউঞ্জ চালু করতে যাচ্ছে সরকার।প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জলবায়ু পরিবর্তন সম্মেলন থেকে ফিরে বৃহস্পতিবার সন্ধ্যায় লাউঞ্জটি উদ্বোধন করবেন।

 

ওই সম্মেলনে যোগ দিতে আজারবাইজানের বাকুর উদ্দেশে তিনি ঢাকা ছাড়েন গেল সোমবার। সেদিন অভিবাসী কর্মীদের জন্য বিশেষায়িত ‘প্রবাসী লাউঞ্জ’ উদ্বোধন করেন সরকার প্রধান।

 

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের উদ্যোগে ও জাতিসংঘের অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংগঠনের (আইওএম) উদ্যোগে সেটি স্থাপন করা হয়েছে।

 

আর বৃহস্পতিবার চালু হতে যাওয়া লাউঞ্জটি স্থাপন করা হয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সমন্বয়ে।

 

বিমানবন্দরের মাল্টিলেভেল কার পার্কিং এলাকার দ্বিতীয় তলায় অবস্থিত লাউঞ্জটিতে রয়েছে নির্ধারিত অপেক্ষমান কক্ষ, বেবি-কেয়ার রুম, নারী ও পুরুষের জন্য ইবাদতখানা এবং স্বল্পমূল্যের ক্যাফেটেরিয়া।

 

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, “সকল প্রবাসী নাগরিক ও তাদের পরিবারের সদস্যদের উদ্যেশ্যে আমাদের এ উদ্যোগ।

 

“এর ফলে যেসব যাত্রীরা আগেই বিমানবন্দরে চলে আসবেন, তারা শেষ কয়েক ঘণ্টা যাতে পরিবারের সঙ্গে ভালোভাবে কাটাতে পারেন, সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

শাহজালালে ‘বিশেষ’ ওয়েটিং লাউঞ্জের খুলছে সন্ধ্যায়