ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৭ আগস্ট, ২০২৪ | ৯:২২ এএম
অনলাইন সংস্করণ
শিক্ষার্থীদের চিকিৎসায় সেনাবাহিনীর উদ্যোগের পাশে বিকাশ
২৭ আগস্ট, ২০২৪ | ৯:২২ এএম
![শিক্ষার্থীদের চিকিৎসায় সেনাবাহিনীর উদ্যোগের পাশে বিকাশ](https://i.vatbondhu.com/images/original-webp/2024/08/27/20240827092223_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও চিকিৎসাধীন শিক্ষার্থীদের উন্নত চিকিৎসাসেবা দিতে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর এই উদ্যোগে ২০ লাখ টাকার আর্থিক অনুদান হস্তান্তর করেছে বিকাশ।
সম্প্রতি সেনাপ্রধানের কার্যালয়ে সহায়তার এই অর্থ প্রদান করেন বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর। এ সময় উপস্থিত ছিলেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম।
সারা দেশে বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছেন অসংখ্য শিক্ষার্থী যাদের অনেকেরই উন্নত চিকিৎসার প্রয়োজন। এ ক্ষেত্রে যেসব শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা প্রয়োজন, তাদের নিকটস্থ সিএমএইচে যোগাযোগ করতে সেনাবাহিনীর পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
- ট্যাগ সমূহঃ
- বিকাশ
![শিক্ষার্থীদের চিকিৎসায় সেনাবাহিনীর উদ্যোগের পাশে বিকাশ](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)