ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৩:১৪:৩০ পিএম

শিল্প-কারখানায় গ্যাস সংকট: উৎপাদন ব্যাহত, রপ্তানি আয়ে ধস

২২ ডিসেম্বর, ২০২৪ | ১:১০ পিএম

শিল্প-কারখানায় গ্যাস সংকট: উৎপাদন ব্যাহত, রপ্তানি আয়ে ধস

ছবি: সংগ্রহীত

শিল্প-কারখানায় গ্যাস সংকট দেশের অর্থনীতিকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী এবং সাভার অঞ্চলে গ্যাসের স্বল্প চাপের কারণে শিল্প-কারখানাগুলোর উৎপাদন প্রায় অর্ধেকে নেমে এসেছে। গ্যাসচালিত ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনের নিজস্ব ব্যবস্থাও অচল হয়ে পড়েছে। এতে সিরামিক, ইস্পাত, এবং টেক্সটাইল খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

 

উৎপাদন ব্যাহত, রপ্তানি আয়ে ধস গ্যাস সংকটে গত কয়েক মাসে দেশের কয়েকশ’ কারখানা বন্ধ হয়ে গেছে। এতে রপ্তানি আয় কমেছে উল্লেখযোগ্যভাবে। বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) সভাপতি মইনুল ইসলাম বলেন, গাজীপুর ও নরসিংদী অঞ্চলের সিরামিক কারখানার উৎপাদন ৫০ শতাংশ কমে গেছে। সাভার ও ধামরাই অঞ্চলে এই হার ৭৫ শতাংশ।

 

 

বিজিএমইএ সভাপতি জানান, অনেক কারখানা বিকল্প হিসেবে এলপিজি এবং কয়লা ব্যবহার করছে। তবে এসব ব্যয়বহুল জ্বালানির কারণে উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।

 

 

কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানি সংকট উৎপাদন কমে যাওয়ায় শিল্পের কাঁচামালের আমদানি ৯.৮১ শতাংশ কমেছে। শিল্প-কারখানার যন্ত্রপাতি আমদানির এলসি খোলার পরিমাণ ৪১ শতাংশ হ্রাস পেয়েছে। এতে শিল্প খাতে বিনিয়োগ কার্যক্রম প্রায় থমকে গেছে।

 

 

সরবরাহ ঘাটতির কারণ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মহাব্যবস্থাপক কাজী মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, তাদের বিতরণ এলাকায় দৈনিক চাহিদা ২৪০০ মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে সরবরাহ করা যাচ্ছে মাত্র ১৫৫০ থেকে ১৬০০ মিলিয়ন ঘনফুট।

 

 

পেট্রোবাংলা সূত্রে জানা যায়, বর্তমানে দেশে গ্যাসের চাহিদা দৈনিক ৪২০০ মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে সরবরাহ করা হচ্ছে সর্বোচ্চ ২৭৪১ মিলিয়ন ঘনফুট।

 

 

বিশেষজ্ঞ মতামত জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন বলেন, গ্যাস সংকটে উৎপাদন কমায় রপ্তানি আয় এবং কর্মসংস্থান হ্রাস পাচ্ছে। তিনি সরকারকে দ্রুত এলএনজি আমদানি বাড়ানোর তাগিদ দিয়েছেন। বিসিআই সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী বলেন, শিল্প খাতে প্রবৃদ্ধি ২০২০-২১ অর্থবছরে ১০.২৯ শতাংশ থাকলেও গত অর্থবছরে তা ৬.৬৬ শতাংশে নেমে এসেছে।

 

 

ভোলার গ্যাস নিয়ে সম্ভাবনা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, ভোলায় পর্যাপ্ত গ্যাস রয়েছে। তবে পাইপলাইন না থাকায় তা ঢাকায় বা শিল্প এলাকায় আনা যাচ্ছে না। এলএনজি ফরম্যাটে ভোলার গ্যাস সরবরাহ করলে সংকট কিছুটা লাঘব হতে পারে।

 

 

সমাধানের প্রস্তাব উদ্যোক্তারা দ্রুত গ্যাস সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। গ্যাসের সরবরাহ নিশ্চিত না হলে শিল্প খাতের বিপর্যয় পুরো অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।

শিল্প-কারখানায় গ্যাস সংকট: উৎপাদন ব্যাহত, রপ্তানি আয়ে ধস