ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২০ অক্টোবর, ২০২৪ | ৬:০ এএম
অনলাইন সংস্করণ
শীর্ষ রেমিট্যান্স আনার পদক পাচ্ছে শেয়ারবাজারের তিন ব্যাংক
২০ অক্টোবর, ২০২৪ | ৬:০ এএম
![শীর্ষ রেমিট্যান্স আনার পদক পাচ্ছে শেয়ারবাজারের তিন ব্যাংক](https://i.vatbondhu.com/images/original-webp/2024/10/19/20241019163311_original_webp.webp)
ছবি: সংগ্রহ
দেশে সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহীতা ব্যাংক হিসেবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং ব্যাংক এশিয়া পাচেছ রেমিট্যান্স পদক।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে ২০ ও ২১ অক্টোবর দুই দিনব্যাপী রেমিট্যান্স ফেয়ারের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ-আমেরিকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মুক্তধারা নিউ ইয়র্ক এবং ইউএস-বাংলা বিজনেস লিংক এই রেমিট্যান্স ফেয়ারের আয়োজন করে।
বৈদেশিক আয় কীভাবে বাড়ানো যায়, কীভাবে ব্যাংক বা বৈধমাধ্যমে এনে অর্থনীতিকে আরও গতিশীল করা যায়, প্রবাসীদের এ ব্যাপারে উৎসাহিত করাও একটি বড় কাজ। বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ ও উচ্চ প্রবৃদ্ধি এই প্রতিপাদ্য ঘিরেই রেমিট্যান্স ফেয়ার অনুষ্ঠিত হবে।
এ আয়োজনে আইএফআইসি, ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক, শেভরন এক্সপ্রেস, স্ট্যান্ডার্ড এক্সপ্রেস টপটেন সিন্সসহ বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৩০টির অধিক আর্থিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।
বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, শেয়ারবাজারের তিন ব্যাংক শীর্ষ রেমিট্যান্স গ্রহীতা ব্যাংক হিসেবে পুরস্কারপ্রাপ্ত হয়। বছর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স গ্রহণ করা ব্যাংকদের মধ্যে ইসলামী ব্যাংক ৬৬৩ দশমিক ৯৯ মিলিয়ন, ন্যাশনাল ব্যাংক ৩৭৯ দশমিক ৬৪ মিলিয়ন এবং ব্যাংক এশিয়া ২১২ দশমিক ৯৫ মিলিয়ন মার্কিন ডলার।
![শীর্ষ রেমিট্যান্স আনার পদক পাচ্ছে শেয়ারবাজারের তিন ব্যাংক](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)