ঢাকা মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ - ৯:১৪:৪৮ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

১৩ মার্চ, ২০২৫ | ১:৫৫ পিএম

অনলাইন সংস্করণ

শেখ পরিবারের নামযুক্ত সেনাবাহিনীর ১৬ স্থাপনার নাম পরিবর্তন

১৩ মার্চ, ২০২৫ | ১:৫৫ পিএম

শেখ পরিবারের নামযুক্ত সেনাবাহিনীর ১৬ স্থাপনার নাম পরিবর্তন

ছবি: সংগ্রহ

বাংলাদেশ সেনাবাহিনীর আওতাধীন ১৬টি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অনুমোদনের পর প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন নামকরণের ঘোষণা দেয়।

 

 


নতুন নামের তালিকা অনুযায়ী, টাঙ্গাইলের ভূঞাপুরে অবস্থিত বঙ্গবন্ধু সেনানিবাসের নাম পরিবর্তন করে রাখা হয়েছে "যমুনা সেনানিবাস"। কিশোরগঞ্জের মিঠামইনে "বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস" এখন থেকে "মিঠামইন সেনানিবাস" নামে পরিচিত হবে। বরিশালের লেবুখালিতে "শেখ হাসিনা সেনানিবাসের" নাম পরিবর্তন করে রাখা হয়েছে "বরিশাল সেনানিবাস" শরীয়তপুরের জাজিরায় "শেখ রাসেল সেনানিবাসের" নতুন নাম হয়েছে "পদ্মা সেনানিবাস"।

 

 

এছাড়াও, চট্টগ্রামের ভাটিয়ারিতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমির "বঙ্গবন্ধু কমপ্লেক্স" এখন থেকে "বিএমএ একাডেমিক কমপ্লেক্স" নামে পরিচিত হবে। হালিশহরে "বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের" নতুন নাম রাখা হয়েছে "আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুল"। কক্সবাজারের রামু সেনানিবাসে "মুজিব রেজিমেন্ট আর্টিলারির" নাম পরিবর্তন করে রাখা হয়েছে "১ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি"।

 


ঢাকার বিজয় সরণিতে অবস্থিত "অ্যাডহক বঙ্গবন্ধু সামরিক জাদুঘর" এখন "বাংলাদেশ সামরিক জাদুঘর" নামে পরিচিত হবে। শরীয়তপুরের জাজিরায় "বঙ্গবন্ধু কম্পোজিট মিলিটারি ফার্ম চরজানাজাত" এখন থেকে "কম্পোজিট মিলিটারি ফার্ম জাজিরা" নামে চলবে। ঢাকার "বঙ্গবন্ধু জাদুঘরের" নতুন নামকরণ হয়েছে "স্বাধীনতা জাদুঘর"। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নতুন নাম টাঙ্গাইলের ভূঞাপুরে "বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ" এখন "যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ" নামে পরিচিত হবে। নারায়ণগঞ্জের জলসিঁড়িতে "শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ" এর নাম বদলে রাখা হয়েছে "আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ"।

 

 


প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, দেশের সামরিক স্থাপনাগুলোর নামকরণে একটি নিরপেক্ষ, অঞ্চলভিত্তিক ও প্রাতিষ্ঠানিক নাম ব্যবহার নিশ্চিত করতেই এই পরিবর্তন আনা হয়েছে।

 

 

সেনাবাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, নতুন নামকরণ নিয়ে বাহিনীর অভ্যন্তরে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, এই পরিবর্তন সামরিক স্থাপনাগুলোর পরিচিতিকে আরও প্রাতিষ্ঠানিক ও সাধারণ জনগণের কাছে বোধগম্য করে তুলবে।

শেখ পরিবারের নামযুক্ত সেনাবাহিনীর ১৬ স্থাপনার নাম পরিবর্তন