ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৫ ডিসেম্বর, ২০২৪ | ৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ
শেখ হাসিনার আমলে বিদেশি বিনিয়োগ বাড়েনি: ড. দেবপ্রিয়
১৫ ডিসেম্বর, ২০২৪ | ৫:৫০ পিএম
![শেখ হাসিনার আমলে বিদেশি বিনিয়োগ বাড়েনি: ড. দেবপ্রিয়](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/15/20241215164713_original_webp.webp)
ছবি: সংগ্রহ
গত ১৫ বছরে শেখ হাসিনা সরকারের আমলে বেসরকারি এবং বিদেশি বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়নি বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। রবিবার গুলশানের একটি হোটেলে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন
ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, "অর্থনৈতিক সংস্কার স্বল্প সময়ে কার্যকরভাবে করা জরুরি। বেসরকারি খাতে বিনিয়োগ স্থবির এবং বিদেশি বিনিয়োগেও গতি নেই। এটি অর্থনৈতিক অগ্রগতির জন্য একটি বড় চ্যালেঞ্জ।"
তিনি আরও বলেন, রাজনীতির পথরেখাকে সুগম করতে হলে অর্থনৈতিক স্থিতিশীলতা প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ নিশ্চিত করার জন্য একটি মৌলিক শর্ত।
ড. দেবপ্রিয় মধ্যমেয়াদি পরিকল্পনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, "সমন্বিত উদ্যোগ গ্রহণ না করলে বিনিয়োগ পরিবেশ উন্নয়ন সম্ভব নয়। এলডিসি থেকে উত্তরণের পর বিনিয়োগের পরিস্থিতি কীভাবে পরিবর্তিত বাস্তবতায় মানিয়ে নেওয়া যায়, সেটি নিশ্চিত করতে হবে।" তিনি ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য পরিকল্পনা তৈরির আহ্বান জানান।
সম্মেলনে ড. দেবপ্রিয় আরও উল্লেখ করেন, তেল আহরণে বিদেশি কোম্পানিগুলোর আগ্রহ থাকলেও চুক্তি সম্পাদনে তাদের দ্বিধা রয়েছে। এ সংকট বিদেশি বিনিয়োগ আকর্ষণে দেশের নীতি ও পরিবেশগত দুর্বলতাকে নির্দেশ করে।
শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান বলেন, "বিনিয়োগ দীর্ঘমেয়াদী প্রকল্পের ওপর নির্ভরশীল। তাই বিনিয়োগ পরিবেশ উন্নয়নে সমন্বিত উদ্যোগ নিতে হবে। এ জন্য অর্থনৈতিক সংস্কার কার্যকরভাবে বাস্তবায়ন করাই হবে মূল চাবিকাঠি।"
ড. দেবপ্রিয়ের বক্তব্য দেশের বিনিয়োগ পরিবেশ এবং অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবার আহ্বান জানায়। বিশেষজ্ঞদের মতে, বিনিয়োগ বৃদ্ধির জন্য কার্যকর নীতি প্রণয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সংস্কার অপরিহার্য।
![শেখ হাসিনার আমলে বিদেশি বিনিয়োগ বাড়েনি: ড. দেবপ্রিয়](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)