ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৮ জানুয়ারি, ২০২৫ | ৯:৩৬ এএম
অনলাইন সংস্করণ
শেয়ারবাজারে সংস্কারের যন্ত্রণায় সাময়িক সয়ে যেতে হবে: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন
৮ জানুয়ারি, ২০২৫ | ৯:৩৬ এএম
ছবি: সংগ্রহীত
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, শেয়ারবাজারে সংস্কারের যন্ত্রণাকে সাময়িকভাবে মেনে নিতে হবে। রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভবনে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এই মন্তব্য করেন।
বৈঠকে তিনি বলেন, “শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে হবে এবং প্রণোদনার মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে হবে। ব্যাংক-নির্ভর অর্থনীতি থেকে বের হয়ে শেয়ারবাজারকে শক্তিশালী করা জরুরি। এ লক্ষ্যে সরকার প্রয়োজনীয় নীতিসহায়তা প্রদান করবে।”
বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, অতীতের অনিয়ম এবং কারসাজি শেয়ারবাজারে গভীর প্রভাব ফেলেছে। শ্বেতপত্র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত দেড় দশকে পুঁজিবাজার থেকে ১ লাখ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। বর্তমানে তালিকাভুক্ত কোম্পানির অর্ধেকই রুগ্ন অবস্থায় রয়েছে।
বৈঠকে বিএসইসি জানিয়েছে, বাজারে আর কোনো নিম্নমানের আইপিও আনা হবে না। এছাড়া, ভালো কোম্পানিগুলোকে বাজারে আনতে কর সুবিধাসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে।
ডিএসইর সামনে বিনিয়োগকারীরা বাজারের অব্যাহত মন্দাবস্থার বিরুদ্ধে মানববন্ধন করেছেন। তারা অর্থ উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন। মানববন্ধনে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের মুখপাত্র নুরুল ইসলাম মানিক বলেন, “দরপতনে বিনিয়োগকারীরা পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছেন। আমাদের বাঁচাতে দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন।”
অর্থ উপদেষ্টা বলেছেন, পুঁজিবাজারে প্রবাসীদের বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক এবং বিএসইসির মধ্যে সমন্বয় বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন।
শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরাতে এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে সরকার উদ্যোগী। তবে এসব উদ্যোগ সফল করতে বাজার-সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।