ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১০:৩৭:১১ এএম

শেয়ারবাজারে ১০ লাখ টাকার কম বিনিয়োগে ঋণ বন্ধের সুপারিশ

১২ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:১০ পিএম

শেয়ারবাজারে ১০ লাখ টাকার কম বিনিয়োগে ঋণ বন্ধের সুপারিশ

ছবি: সংগ্রহ

শেয়ারবাজার সংস্কারে গঠিত টাস্কফোর্স শেয়ারবাজারে ১০ লাখ টাকার কম বিনিয়োগকারীকে ঋণসুবিধা না দেওয়ার সুপারিশ করেছে। সম্প্রতি টাস্কফোর্সের সদস্যরা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এ তাদের প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছেন।

 

 

প্রতিবেদন অনুযায়ী, যেসব বিনিয়োগকারীর নিয়মিত আয়ের উৎস নেই, তাদের জন্যও ঋণসুবিধা বন্ধের সুপারিশ করা হয়েছে। এর পাশাপাশি অবসরে থাকা বিনিয়োগকারী, গৃহিণী ও শিক্ষার্থীদেরও ঋণসুবিধার বাইরে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।

 

 

এছাড়া, ব্রোকারেজ হাউসের পাশাপাশি মার্চেন্ট ব্যাংককেও ঋণদাতা প্রতিষ্ঠান হিসেবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে, যাতে তারা মার্জিন ঋণ প্রদান করতে পারে।

 

 

বিএসইসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পুঁজিবাজারে দুটি গুরুত্বপূর্ণ বিষয়, মার্জিন ঋণ ও মিউচুয়াল ফান্ড নিয়ে টাস্কফোর্স তাদের সুপারিশ জমা দিয়েছে। বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের হাতে টাস্কফোর্সের সুপারিশসংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এসময় বিএসইসির অন্যান্য কমিশনার ও টাস্কফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

এদিকে, পুঁজিবাজার উন্নয়নে আইনকানুন সংশোধনসহ বিভিন্ন বিষয়ে সুপারিশ করার জন্য গত ৭ অক্টোবর পাঁচ সদস্যের টাস্কফোর্স গঠন করা হয় বিএসইসি দ্বারা। ১০ জানুয়ারি সরকারি চূড়ান্ত প্রজ্ঞাপন জারির পর, টাস্কফোর্স তাদের প্রতিবেদন জমা দেয়।

 

 

টাস্কফোর্সের সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দীন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান, নিরীক্ষা প্রতিষ্ঠান হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোংয়ের অংশীদার এ এফ নেসারউদ্দীন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মোস্তফা আকবর, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষক আল-আমিন। এ সংস্কারগুলি শেয়ারবাজারের স্থিতিশীলতা বজায় রাখতে এবং সুষ্ঠু বিনিয়োগ পরিবেশ তৈরি করতে সহায়ক হতে পারে।

 

শেয়ারবাজারে ১০ লাখ টাকার কম বিনিয়োগে ঋণ বন্ধের সুপারিশ