ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ১১:৪৬:৩৮ এএম

শোধ হয়নি প্রথম ধাপের ঋণ, আরো তিন মাস সময় পাচ্ছে দুর্বল ব্যাংক

১ জানুয়ারি, ২০২৫ | ২:৫ পিএম

শোধ হয়নি প্রথম ধাপের ঋণ, আরো তিন মাস সময় পাচ্ছে দুর্বল ব্যাংক

ছবি: সংগ্রহ

ব্যাংকগুলোর ঋণ শোধের জন্য বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকগুলোকে আরও তিন মাস সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এসব ব্যাংকগুলো প্রথম ধাপে গ্যারান্টি নিয়ে ধার পেয়েছিল, তবে সময় পার হলেও ঋণ শোধ করতে পারেনি। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর পাঁচটি দুর্বল ব্যাংককে আন্ত ব্যাংক মুদ্রাবাজার থেকে ধার নেওয়ার জন্য গ্যারান্টি দেওয়া হয়েছিল।

 

যে পাঁচটি ব্যাংক গ্যারান্টি পেয়েছিল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক,  সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক,  ন্যাশনাল ব্যাংক

 

এই ব্যাংকগুলো ৯০০ কোটি টাকার গ্যারান্টি পেয়েছিল, যার শর্ত ছিল তিন মাসের মধ্যে ঋণ শোধ করা। তবে নির্ধারিত সময় পার হয়ে গেলেও ব্যাংকগুলো ঋণ পরিশোধ করতে না পারায় বাংলাদেশ ব্যাংক তাদেরকে আরও তিন মাস সময় বাড়িয়ে দেওয়ার প্রস্তাব করেছে।

 

 

এই গ্যারান্টি পদ্ধতি চালু করার মূল উদ্দেশ্য ছিল সংকটে পড়া ব্যাংকগুলোকে তারল্য সহায়তা প্রদান করা। এর মাধ্যমে এসব ব্যাংকগুলোকে ভালো ব্যাংকগুলো থেকে ঋণ নেওয়ার সুযোগ দেওয়া হয়।

 


এ পর্যন্ত সাতটি ব্যাংক মোট ৭,৩৫০ কোটি টাকার তারল্য সহায়তা পেয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি টাকা পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ, যেটি ২,৩৯৫ কোটি টাকার তহবিল পেয়েছে।

 

 

ব্যাংকগুলোর ঋণ পরিশোধের পরিস্থিতি সংকটপূর্ণ হওয়ায় বাংলাদেশ ব্যাংক এই পদক্ষেপ নিয়েছে এবং আশা করা হচ্ছে, এই সময়সীমা বাড়ানোর ফলে ব্যাংকগুলোর আর্থিক সংকট কিছুটা কাটিয়ে উঠতে পারবে।