ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১:৩৮:২৬ পিএম

শ্রীলঙ্কার মডেল অনুসরণে বাংলাদেশের অর্থনীতি

৩০ সেপ্টেম্বর, ২০২৪ | ৩:৩ পিএম

শ্রীলঙ্কার মডেল অনুসরণে বাংলাদেশের অর্থনীতি

ছবি: সংগ্রহ



ড. পি নন্দলাল বীরাসিংহে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। তবে দেশটির প্রায় ধসে পড়া অর্থনীতিকে শক্ত অবস্থানে এনে তিনি এখন বিশ্বে পরিচিত অর্থনীতির ম্যাজিশিয়ান হিসেবে।

 

২০২২ সালে ধসে পড়া লঙ্কান অর্থনীতিকে খাদ থেকে টেনে শীর্ষে তুলে আনা জাদুকর তিনি। তিনিই বর্তমান বিশ্বে সফলতার উদাহরণ হয়ে আছেন, চমকে দিয়েছেন বিশ্বকে।

 

করোনা মহামারীর পর কিছুটা সামলে নিলেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর বিশ্বের অনেক দেশের অর্থনীতি ধসে পড়েছিল।

বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান ছিল তালিকার শীর্ষে। এরপর বাকি দেশগুলো নিজেদের সামলে নিলেও বাংলাদেশ চরমভাবে ব্যর্থ হয়েছে।

 

করোনা মহামারীর পর কিছুটা সামলে নিলেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর বিশ্বের অনেক দেশের অর্থনীতি ধসে পড়েছিল, বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এটি প্রকট হয়। বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান ছিল তালিকার শীর্ষে। এরপর বাকি দেশগুলো নিজেদের সামলে নিলেও বাংলাদেশ চরমভাবে ব্যর্থ হয়েছে। অর্থনীতিতে নেতৃত্বের অভাবে বর্তমানে বাংলাদেশের মূল্যস্ফীতি দক্ষিণ এশিয়ার শীর্ষে

 

শ্রীলঙ্কার মডেল অনুসরণে বাংলাদেশের অর্থনীতি