ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৩:০৬:২৯ পিএম

সংস্কার কমিশনের সুপারিশ গ্রহণ করতে দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:২৬ এএম

সংস্কার কমিশনের সুপারিশ গ্রহণ করতে দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্র সংস্কারের জন্য গঠিত বিভিন্ন কমিশনের সুপারিশ গ্রহণ এবং তা বাস্তবায়নের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) তিনি বিচার বিভাগ সংস্কার কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণকালে এ আহ্বান জানান।

 

 

প্রধান উপদেষ্টা বলেন, "আমরা সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো জনগণ, রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের কাছে তুলে দেবো, যাতে তারা একমত হতে পারে কী করলে তাদের কল্যাণ হবে। আমি আশা করি, সবাই মিলে প্রস্তাবগুলো এক মনে গ্রহণ এবং বাস্তবায়ন করবে।"

 

 

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদন জমা দেওয়ার সময় বিচার বিভাগ সংস্কার কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানরা উপস্থিত ছিলেন।

 

 

কমিশন সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “এটি জাতির ও পৃথিবীর সম্পদ, এবং ইতিহাসে স্থান করে নিবে।” তিনি আরও বলেন, “সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে আমরা নাগরিক অধিকার ফিরে পাবো এবং বঞ্চনা থেকে মুক্তি পাবো।”

 

 

বিচার বিভাগ এবং জনপ্রশাসন সংস্কারের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “এই দুটি ক্ষেত্রে সংস্কার হলে তা দেশের সকল নাগরিককে প্রভাবিত করবে, এবং ধনী-গরীব সবার জন্য গুরুত্বপূর্ণ হবে।”

 

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কমিশনের প্রতিবেদনকে বাংলাদেশের ইতিহাসের স্মরণীয় পুস্তক হিসেবে আখ্যা দিয়ে সংশ্লিষ্ট সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এটি ভবিষ্যত প্রজন্মের জন্য একটি রেফারেন্স পয়েন্ট হয়ে থাকবে।”

 

 

ড. ইউনূস প্রতিবেদনগুলো ইংরেজিতে অনুবাদ করার আহ্বান জানিয়ে বলেন, “বিদেশীদের কাছে এই সংস্কার কমিশনের প্রস্তাবগুলো তুলে ধরতে হবে।”

 

 

এছাড়া, ৮ আগস্ট সরকারের গঠন পরবর্তী ছয়টি কমিশন গঠন করা হয়, যার মধ্যে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারের জন্য গঠিত কমিশন প্রতিবেদন জমা দিয়েছে।

সংস্কার কমিশনের সুপারিশ গ্রহণ করতে দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান