ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৬ জানুয়ারি, ২০২৫ | ৬:৪১ এএম
অনলাইন সংস্করণ
সপ্তাহজুড়ে পাওয়ার গ্রিডের সর্বোচ্চ দরপতন
২৬ জানুয়ারি, ২০২৫ | ৬:৪১ এএম
![সপ্তাহজুড়ে পাওয়ার গ্রিডের সর্বোচ্চ দরপতন](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/25/20250125155426_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বিদায়ী সপ্তাহে (১৯ জানুয়ারি-২৩ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় স্থান নিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর কমেছে ২১ দশমিক ৪৬ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের শেয়ারদর কমেছে ১৩ দশমিক ৮৩ শতাংশ। কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ২ টাকা ৬০ পয়সা।
আর তালিকায় তৃতীয় স্থানে থাকা রেনেইউক যজ্ঞেশ্বরের শেয়ারদর কমেছে ১১ দশমিক ৫৪ শতাংশ। কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ৮১ টাকা ৪০ পয়সা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওইমেক্স ইলেকট্রোডের ১০ দশমিক ৪৯ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৯ দশমিক ৫৫ শতাংশ, রিলাইন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলাইন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ৯ দশমিক ৪৭ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৯ দশমিক ৪২ শতাংশ, সি অ্যন্ড এ টেক্সটাইলের ৮ দশমিক ৭০ শতাংশ, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের ৬ দশমিক ২৫ শতাংশ এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৬ দশমিক ২২ শতাংশ শেয়ার দর কমেছে।
- ট্যাগ সমূহঃ
- সপ্তাহজুড়ে
- পাওয়ার
- গ্রিডে
![সপ্তাহজুড়ে পাওয়ার গ্রিডের সর্বোচ্চ দরপতন](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)