ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৮ জানুয়ারি, ২০২৫ | ৫:০ এএম
অনলাইন সংস্করণ
সপ্তাহজুড়ে ফাইন ফুডসের সর্বোচ্চ দরপতন
১৮ জানুয়ারি, ২০২৫ | ৫:০ এএম
![সপ্তাহজুড়ে ফাইন ফুডসের সর্বোচ্চ দরপতন](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/18/20250118160655_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বিদায়ী সপ্তাহে (১২ জানুয়ারি-১৬ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় স্থান নিয়েছে ফাইন ফুডস লিমিটেড। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর কমেছে ১৮ দশমিক ৬৬ শতাংশ।
আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ২৫৪ টাকা ৫০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ২০৭ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৪৭ টাকা ৫০ পয়সা।
সাপ্তাহিক দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর কমেছে ১৮ দশমিক ৩৪ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ৩৩ টাকা ৮০ পয়সা। গত সপ্তাহের শেষ কর্মদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ২৭ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৬ টাকা ২০ পয়সা।
১১ দশমিক ৪৩ শতাংশ দর কমে সাপ্তাহিক দর পতনের তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফারইস্ট ফাইন্যান্স। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ৩ টাকা ৫০ পয়সা। গত সপ্তাহের শেষ কর্মদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৩ টাকা ১০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৪০ পয়সা।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ১০ দশমিক ৬৫ শতাংশ, এসবিএসি ব্যাংকের ১০ দশমিক ২৩ শতাংশ, ইসলামিক ফাইন্যান্সের ১০ দশমিক ১৯ শতাংশ, প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৯২ শতাংশ, সিএপিএম আইবিবিএলের ৯ দশমিক ৪৭ শতাংশ, ইউনিয়ন ব্যাংকের ৮ দশমিক ৩৩ শতাংশ এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের ৮ দশমিক ১৬ শতাংশ দর কমেছে।
![সপ্তাহজুড়ে ফাইন ফুডসের সর্বোচ্চ দরপতন](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)