ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৭ জুন, ২০২৪ | ২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইতে সূচক ও লেনদেনে উত্থান
৭ জুন, ২০২৪ | ২:৪৩ পিএম
![সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইতে সূচক ও লেনদেনে উত্থান](https://i.vatbondhu.com/images/original-webp/2024/06/07/20240607144341_original_webp.webp)
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে সিংহভাগ শেয়ারের দর কমলেও ডিএসইর সূচকের উত্থান দেখা গেছে। একই সঙ্গে গতকাল ডিএসইর লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের ধারা অব্যাহত ছিল এবং দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৯৫ পয়েন্ট বা শূন্য দশমিক ২৪ শতাংশ বেড়ে ৫ হাজার ২৩৭ দশমিক ৩২ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ দশমিক ২৩ পয়েন্ট বা শূন্য দশমিক ১০ শতাংশ বেড়ে ১ হাজার ১৩৬ দশমিক ৭৬ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৩ দশমিক ৫৯ পয়েন্ট বা শূন্য দশমিক ১৯ শতাংশ বেড়ে ১ হাজার ৮৫৭ দশমিক ৯৭ পয়েন্টে অবস্থান করে।
ডিএসইতে লেনদেন হয় ৫৪২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৮১ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ১৬১ কোটি ২৬ লাখ টাকা বেড়েছে। এদিন ১৪ কোটি ১৩ লাখ ২৬ হাজার ৮১১টি শেয়ার এক লাখ ২৭ হাজার ২৬১ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৪ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত ছিল ৭৬টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ৫৬ কোটি ৫০ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ৪০ কোটি ২৮ লাখ, ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেডের ২০ কোটি ৯৮ লাখ, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ১৮ কোটি ৩৩ লাখ, ফরচুন শুজ লিমিটেডের ১৮ কোটি, কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৬ কোটি ৭৪ লাখ, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১১ কোটি ৮৫ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ১১ কোটি ৩৮ লাখ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১১ কোটি ৯ লাখ এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ১০ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
গতকাল ৮ দশমিক ৭২ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। এর পরের অবস্থানে থাকা সি অ্যান্ড এ টেক্সটাইল লিমিটেডের ৭ দশমিক ১৪ শতাংশ, ফরচুন শুজ লিমিটেডের ৬ দশমিক ৬০ শতাংশ, এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৬ দশমিক ৫৭ শতাংশ, বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৬ দশমিক ৩০ শতাংশ, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ৬ দশমিক ১৭ শতাংশ, আইটি কনসালট্যান্টস লিমিটেডের ৫ দশমিক ৮৮ শতাংশ, এপেক্স ফুডস লিমিটেডের ৫ দশমিক ৭৬ শতাংশ, এপেক্স ট্যানারি লিমিটেডের ৫ দশমিক ১৯ শতাংশ এবং সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড-০১-এর ৫ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ২ দশমিক ৬১ পয়েন্ট বা শূন্য দশমিক ০২ শতাংশ বেড়ে ৮ হাজার ৯৮৯ দশমিক ২৬ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৪ দশমিক ০১ পয়েন্ট বা শূন্য দশমিক ০২ শতাংশ বেড়ে ১ হাজার ৪৯৪ দশমিক ৬৮ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১৯৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত ছিল ২৮টির দর।
![সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইতে সূচক ও লেনদেনে উত্থান](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)