ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৬:১৮:০০ এএম

সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ্যে আনার দাবি: গণ অধিকার পরিষদের

১ ডিসেম্বর, ২০২৪ | ৩:৪৭ পিএম

সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ্যে আনার দাবি:  গণ অধিকার পরিষদের

ছবি: সংগ্রহ

দুর্নীতি রোধে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টার সম্পদের বিবরণী প্রকাশ্যে আনার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ।

 

রোববার (১ ডিসেম্বর) সকালে ড. রেজা কিবরিয়া নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ দুদক সংস্কার কমিশনের কাছে ১০ দফা সংস্কার প্রস্তাবনা প্রদান শেষে এই দাবি জানায়।

 

প্রস্তাবনায় বলা হয়, প্রথমেই দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের খুঁজে বের করতে হবে তাদের নিজ কমিশনেই। সরকারি কর্মকর্তাদের এবং তাদের পরিবারের সম্পদের হিসাব প্রতিবছর প্রকাশ করতে হবে।

 

আরও বলা হয়, প্রতিটি থানায় দুদক অফিস গঠন করার পাশাপাশি জাতীয় দুর্নীতি বিষয়ক হেল্পলাইন প্রতিষ্ঠা করতে হবে এবং স্থানীয় পর্যায়ে দুর্নীতি রোধে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে।

 

এছাড়া, দুর্নীতিবিরোধী আইন শক্তিশালী করা এবং দুর্নীতি দমন কমিশনে যোগ্য ব্যক্তি নিয়োগ দেয়ার দাবি জানানো হয়।

সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ্যে আনার দাবি:  গণ অধিকার পরিষদের