ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৭:১৯:১৬ এএম

সরকার পতনের পর বড় সংস্কারে পথে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)

৯ নভেম্বর, ২০২৪ | ৯:৩৭ এএম

সরকার পতনের পর বড় সংস্কারে পথে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)

ছবি: সংগ্রহীত

গত সাড়ে ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের নিয়ন্ত্রণে বিচার বিভাগ থেকে শুরু করে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কার্যত স্বাধীনভাবে কাজ করতে পারছিল না। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)ও এর ব্যতিক্রম ছিল না, যা কার্যত সরকারের একটি আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। তবে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আসার পর এনবিআরের কাজে এসেছে বড় পরিবর্তন। রাজনৈতিক চাপমুক্ত হয়ে এনবিআর এখন বড় ধরনের সংস্কারের পথে হাঁটছে।

 

 

৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর তিন মাসে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) শীর্ষ ১৬৭ জনের বিরুদ্ধে মামলা করেছে। আরও অনেক কর ফাঁকিবাজের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে। সিআইসির পাশাপাশি আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং মূসক নিরীক্ষা ও তদন্ত অধিদপ্তর পৃথকভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

 

 

সাবেক সরকারের মন্ত্রী, এমপি, আমলা, পুলিশ কর্মকর্তা, সেনাবাহিনীর সদস্য, এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা করেছে সিআইসি। এই সংস্থা গত তিন মাসে ১৫২টি আয়কর ফাঁকির মামলা করেছে এবং কাস্টমস ও ভ্যাটে ১৫টি মামলা করেছে।

 

 

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের নেতৃত্বে এনবিআর রাজস্ব আদায়ের তিনটি শাখার কর্মচারী-কর্মকর্তাদের জন্য ১৪টি নির্দেশনা ও মনিটরিং সিস্টেম চালু করেছে। ভোগান্তি কমানো, ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন এবং অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বদ্ধপরিকর এনবিআর।

 

 

এ ছাড়া কাস্টমস বিভাগ বিভিন্ন পণ্য শুল্ক ছাড় দিয়েছে এবং ভোজ্য তেল, ডিম, আলু, পেঁয়াজ, চাল, কীটনাশকের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে ভ্যাট কমানোর ঘোষণা দিয়েছে। এ সংস্কারের ফলে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়তা হয়েছে।

 

 

এনবিআরের উদ্যোগে ই-রিটার্ন সিস্টেম জনপ্রিয় করতে চার সিটি করপোরেশন, তফসিলি ব্যাংক, এবং চারটি মোবাইল অপারেটরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীদের ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ই-টিডিএস সিস্টেমের মাধ্যমে উৎস কর কর্তন কার্যক্রমে যুক্ত হয়েছে ১৯৮ জন করদাতা।

 

 

অন্যান্য উদ্যোগের মধ্যে রয়েছে ভ্যাট সিস্টেমে ই-ইনভয়েসিং চালু, কাস্টমসের নতুন নিয়মাবলি চালু এবং বিভিন্ন বন্দর ও স্থলবন্দরের অকশন মডিউল স্থাপন। এছাড়া সিস্টেমের আধুনিকায়নে আইভাসের সঙ্গে এ-চালান ও ই-ইনভয়েসিং সংযোগ এবং ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর সঙ্গে আমদানি-রপ্তানির তথ্য বিনিময়ের মাধ্যমে ব্যবস্থা আরো সহজ করা হয়েছে।

 

 

এইসব পদক্ষেপের মাধ্যমে এনবিআর স্বচ্ছতা ও কার্যকারিতার দিকে এগিয়ে যাচ্ছে, যা দীর্ঘমেয়াদী রাজস্ব সংগ্রহের উন্নয়ন ঘটাবে।

সরকার পতনের পর বড় সংস্কারে পথে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)