ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৪ নভেম্বর, ২০২৪ | ৪:২১ পিএম
অনলাইন সংস্করণ
সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার সময় বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত
২৪ নভেম্বর, ২০২৪ | ৪:২১ পিএম
![সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার সময় বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত](https://i.vatbondhu.com/images/original-webp/2024/11/24/20241124162128_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
সরকারি কর্মচারীদের চলতি বছরের সম্পদ বিবরণী জমা দেওয়ার সময়সীমা এক মাস বাড়ানো হয়েছে। পূর্বে নির্ধারিত ৩০ নভেম্বরের পরিবর্তে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সম্পদ বিবরণী জমা দেওয়া যাবে। রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মখলেছুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
সিনিয়র সচিব জানান, “আমরা এ বিষয়ে একটি সার্কুলার ইস্যু করব। গত ১৬ বছরে কেউ সম্পদের বিবরণী জমা দেয়নি। অনেকেই বুঝতে পারছেন না কীভাবে সম্পদ বিবরণী জমা দিতে হবে। তাই সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমার প্রক্রিয়া আরও সহজ করতে এবং সবাইকে এই বিষয়ে সচেতন করতে জনপ্রশাসন মন্ত্রণালয় উদ্যোগ নিচ্ছে বলে তিনি জানান।
![সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার সময় বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)