ঢাকা শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ - ৫:১৬:২৩ পিএম

সরকারি ৩ দপ্তরে নতুন ডিজি

২৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:২৯ এএম

সরকারি ৩ দপ্তরে নতুন ডিজি

ছবি: সংগ্রহ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং বাংলাদেশ রেশন উন্নয়ন বোর্ডে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া, মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

 

 

প্রজ্ঞাপন অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. হাসান মারুফকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার চাকরি সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

 

 

এছাড়া, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানকে অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তার চাকরি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

 

 

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিজ তাহের খানকে মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। তার চাকরি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ন্যস্ত করা হয়েছে।

 

 

এছাড়া, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. শফিকুর ইসলামকে বাংলাদেশ রেশন উন্নয়ন বোর্ডের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। তার চাকরি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

সরকারি ৩ দপ্তরে নতুন ডিজি