ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৪ ডিসেম্বর, ২০২৪ | ৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
সরে যেতে বাধ্য হলেন ইসলামী ব্যাংকের এমডি
২৪ ডিসেম্বর, ২০২৪ | ৪:৪১ পিএম
![সরে যেতে বাধ্য হলেন ইসলামী ব্যাংকের এমডি](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/24/20241224164024_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মনিরুল মওলাকে গত ১৯ ডিসেম্বর অফিস ছাড়তে বাধ্য করা হয়। ব্যাংকের অভ্যন্তরীণ সমস্যার কারণে তিনি এরপর আর অফিসে ফিরে আসেননি।
ব্যাংকের এক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক দ্য ডেইলি স্টারকে জানান, "অভ্যন্তরীণ জটিলতার কারণে এমডি অনুপস্থিত আছেন।" তবে মনিরুল মওলা এবং ব্যাংকের নতুন চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে এস আলম গ্রুপের উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। মনিরুল মওলার নিয়োগও এই গ্রুপের প্রভাবেই হয়েছিল। তবে গত ১৯ ডিসেম্বর তিনি অফিসে গেলে একদল কর্মকর্তার বাধার মুখে তাকে অফিস ছাড়তে হয়।
সম্প্রতি দুর্নীতি দমন কমিশন (দুদক) ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের ছেলে আহসানুল আলম এবং এমডি মুহাম্মদ মনিরুল মওলাসহ ৫৮ জনের বিরুদ্ধে মামলা করেছে। তাদের বিরুদ্ধে ব্যাংক থেকে ১,০৯২ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।
ব্যাংকের অভ্যন্তরীণ পরিস্থিতি বর্তমানে উত্তপ্ত। পরিচালনা পর্ষদের অভ্যন্তরীণ বিভেদ এবং দুর্নীতির অভিযোগ ব্যাংকের ভাবমূর্তি নষ্ট করছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই পরিস্থিতি মোকাবিলায় দ্রুত এবং কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
![সরে যেতে বাধ্য হলেন ইসলামী ব্যাংকের এমডি](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)