ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২২ ডিসেম্বর, ২০২৪ | ৪:০ এএম
অনলাইন সংস্করণ
সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন
২২ ডিসেম্বর, ২০২৪ | ৪:০ এএম
![সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/21/20241221160727_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বিদায়ী সপ্তাহে (১৫ ডিসেম্বর-১৯ ডিসেম্বর) চার কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে ১৭২টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত সপ্তাহে কোম্পানির শেয়ারদর বেড়েছে ২৪ দশমিক ২৩ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৩৯৭ টাকা ৮০ পয়সা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অ্যাসোসিয়েটেড অক্সিজেনের শেয়ারদর বেড়েছে ১১ দশমিক ২৬ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৭ টাকা ৯০ পয়সা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা শেফার্ড ইন্ডাস্ট্রিজের শেয়ারদর বেড়েছে ১৬ দশমিক ৬৭ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৮ টাকা ৯০ পয়সা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিকন ফার্মার ১৫ দশমিক ৫৮ শতাংশ, হামি ইন্ডাস্ট্রিজের ১৫ দশমিক ৫৭ শতাংশ, একমি ল্যাবরেটরিজের ১১ দশমিক ৬৭ শতাংশ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১১ দশমিক ৩৯ শতাংশ, জেমিনি সী ফুডের ১১ দশমিক ১৮ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেকট্রোডের ১০ দশমিক ৬৬ শতাংশ এবং ফাইন ফুডসের ১০ দশমিক ৬৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।
![সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)